সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পুরভোটের আগে ফের জল্পনা ব্যারাকপুরের (barrackpore) রাজনৈতিকমহলে। ব্যারাকপুরের প্রাক্তন বর্ষীয়ান সিপিএম সাংসদ তড়িৎ তোপদারের বাড়িতে আচমকাই হাজির হলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। অর্জুন (arjun singh) সিংহ জানালেন ভাইপোর বিয়েতে নেমন্ত্রণ করার জন্যই তিনি এই সৌজন্য সাক্ষাৎকার।


এদিকে পুরভোটের আগে নতুন ছবি। একসঙ্গে দুই প্রজন্ম। পদে পদে গাইড করছেন মা। কলকাতা পুরভোটের ৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রচারে মা-মেয়ের যুগলবন্দি। পূজা পাঁজা (Puja Panja )। এখনও হাতে গোনা কয়েকজন আছেন, যাঁরা তাঁর ঠাকুর্দা অজিত পাঁজার ( Ajit Kumar Panja ) সঙ্গে রাজনীতি করেছেন। মায়ের সঙ্গে রাজনীতি করেছেন অনেকেই। উত্তর কলকাতায় পাঁজা পরিবারের তৃতীয় প্রজন্ম এবার রাজনীতির অঙ্গনে। হাসিমুখে শুনছেন অভাব অভিযোগের কথা। প্রতিশ্রুতি দিচ্ছেন আগামী দিন পাশে থাকার। 


৮ নম্বর ওয়ার্ড এবার তৃণমূলের প্রার্থী মন্ত্রী শশী পাঁজার ( Shashi Panja ) কন্যা পূজা। তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির মনোজ সিংহ, সিপিএমের মাধব বসু  ও কংগ্রেসের তপন শীল। পাঁজা পরিবারের এই সদস্য ময়দানে নেমে বললেন, তিনি এখন শিখছেন। যদিও এই অঙ্গনেই তাঁর বেড়ে ওঠা। তবু এখন শেখাটা হাতেকলমে, পথে নেমে। পূজা বললেন,  জীবনে এটার দরকার ছিল। মাথায় ঢুকে গেছে পাশে দাঁড়াতে হবে। ওঁদের কিন্তু বড় কোনও চাহিদা নেই। বলছেন যেন ফোনে পাই, সরাসির পৌঁছে যেতে চাই।  তুখোড় রাজনীতিক শশী পাঁজার কন্যা সোজাসুজিই বললেন, মায়ের পাশে থাকা মানে বিশাল অ্যাডভান্টেজ। অস্বীকার করা যায় নাকি।


আর মা শশীও আবেগী গলায় বললেন, মেয়ের জন্য দেওয়াল লিখছি, অভিজ্ঞতা মধুর। রাজনৈতিক পরিবারের মেয়ে। দাদুকে দেখেছে। এখন ছেলে মেয়েরা তো অ্যাডভান্সড। যাচাই করে দেখে নিক মানুষ প্রার্থী যোগ্য কিনা। ভোটের ময়দানে প্রথম হলেও রাজনীতিতে নবাগত নন পূজা। যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তিনি। মায়ের সঙ্গে এর আগে ভোটের প্রচারে বেরিয়েছেন।


আরও পড়ুন: ঘূর্ণিঝড় জাওয়াদের আশঙ্কায় জেলায় জেলায় সতর্কতা জারি