উত্তপ্ত নাদিয়াল, পুলিশের সামনেই ইটবৃষ্টি, বাইক ভাঙচুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 May 2016 10:35 AM (IST)
নাদিয়াল: পার্কিং-এ রাখা গাড়ির কাচ ভাঙাকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার নাদিয়াল। পুলিশের সামনেই ইটবৃষ্টি, বাইক ভাঙচুর। আহত বেশ কয়েকজন। নাদিয়াল থানার পাশেই একটি মাঠে রাতে গাড়ি পার্কিং-এর ব্যবস্থা রয়েছে। অভিযোগ, গতকাল রাতে অধিকাংশ গাড়িরই কাচ ভেঙে দেয় দুষ্কৃতীরা। থানায় অভিযোগ না নেওয়ায় সকালে রাস্তা অবরোধ করেন গাড়ি মালিকরা। এরপরই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গাড়ি মালিকদের বচসা বেধে যায়। পুলিশের সামনেই দু'পক্ষের মধ্যে ইটবৃষ্টি শুরু হয়। বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বাধা দিলে, পুলিশকর্মীদের সঙ্গেও ধস্তাধস্তি হয়। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। ভিডিওতে দেখুন ঘটনাটি