সিউড়ি: শিশুকে যৌন নির্যাতনের অভিযোগের ঘটনায়, কিছুদিন আগেই শিরোনামে এসেছিল কলকাতার দুই নামী স্কুল। এবার সিউড়িতে স্কুলের মধ্যেই খুদে পড়ুয়াকে উত্যক্ত করার অভিযোগ উঠল!
স্কুলটিতে কিছুদিন হল নির্মাণ কাজ শুরু হয়েছে। দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীর পরিবারের দাবি, কয়েক দিন ধরেই শেখ ইনসান নামে এক নির্মাণ শ্রমিক বালিকাকে উত্যক্ত করছিল।
শনিবার পরিবারের তরফে, বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়। স্কুল থানায় জানায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবক পূর্ব বর্ধমানের গুসকরার বাসিন্দা। তাঁর কাছ থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রীর একটি ছবি উদ্ধার হয়েছে।
প্রশ্ন উঠছে, ছাত্রীর ছবি কীভাবে ‘স্কুলে কাজ করতে আসা’ নির্মাণ শ্রমিকের কাছে গেল? স্কুলের তরফে জানানো হয়েছে, অভ্যন্তরীণ তদন্ত করে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সিউড়ির ইংরেজি মাধ্যম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে উত্যক্ত করায় আটক নির্মাণ কর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Feb 2018 08:10 AM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -