বোলপুর: রবীন্দ্র স্মৃতি-বিজড়িত বিশ্বভারতীতে যেন নতুন ছোট গল্প। জটিলতার ‘শেষ হইয়াই হইল না শেষ’...! ৬ দিন অভিভাবকহীন হয়ে থাকার পর শনিবার শেষমেশ উপাচার্য পেল বিশ্বভারতী। এই প্রথম এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন কোনও মহিলা। কিন্তু তাও অস্থায়ীভাবে!

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, শুক্রবার রাতে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে চিঠি আসে। যেখানে বলা হয়, সিনিয়র কোনও অধ্যাপক, যিনি কোনও ভবনের ডিরেক্টর, তাঁকে অস্থায়ী উপাচার্য করা হোক। সেই মতো অধ্যাপক সবুজকলি সেনকে দায়িত্বভার নিতে বলেন রেজিস্ট্রার অমিত হাজরা। শনিবার সকালে কাজে যোগ দিতে এসে সবুজকলি দেখেন, পদত্যাগ করেছেন রেজিস্ট্রারই। ফের দেখা দেয় জটিলতা। অস্থায়ী রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয় অধ্যাপক সৌগত চট্টোপাধ্যায়কে। তারপর অস্থায়ী উপাচার্য হন সবুজকলি।

২ বছর আগে বরখাস্ত হন স্থায়ী উপাচার্য সুশান্ত দত্ত গুপ্ত। তখন থেকে ভারপ্রাপ্ত উপাচার্য ছিলেন স্বপন দত্ত। গত ২৭ জানুয়ারি অস্থায়ী উপাচার্যের কার্যকাল শেষ হয়। তারপর থেকে ৬ দিন বিশ্ববিদ্যালয়ে কোনও উপাচার্য ছিল না। শনিবার বিশ্ববিদ্যালয় পেল প্রথম মহিলা উপাচার্য। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক সূত্রে খবর, দ্রুত স্থায়ী উপাচার্যর নাম জানানো হবে।