দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনায় নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার এক যুবক।
পরিবারের দাবি, শনিবার সন্ধেয় বাজারে যাচ্ছিল কিশোরী। রাস্তায় দেখা হয় পরিচিত এক যুবকের সঙ্গে। ওই যুবক কিশোরীকে বলেন, এক কিলোমিটার রাস্তা হেঁটে যাবি? আমার সাইকেলে ওঠ। চেনা হওয়ায় আপত্তি করেনি ছাত্রী। নির্যাতিতার বাবার অভিযোগ, এরই সুযোগ নেন ওই যুবক। বাজারে না নিয়ে গিয়ে, বাজারের কাছে নির্জন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।
কিশোরী অসুস্থ অবস্থায় বাড়ি ফিরলে সন্দেহ হয় পরিজনদের। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আসল ঘটনা! রাতেই ঢোলাহাট থানায় অভিযোগ দায়ের হয়। রবিবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতা কিশোরী কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তর শাস্তির দাবি জানিয়েছে পরিবার।