কোচবিহার: জলের আরেক নাম জীবন। সেই জল খেতে চেয়েই প্রাণ সংশয় ছাত্রের। শিক্ষকের মার খেয়ে ভর্তি হাসপাতালে। প্রতিবাদে বিক্ষোভ কোচবিহারের জেনকিন্স স্কুল। অক্রান্ত ছাত্রের পরিবারের দাবি, বৃহস্পতিবার  টিফিনের পর ক্লাস শুরু হলে ওই ছাত্র শিক্ষকের কাছে জল খাওয়ার অনুমতি চান। অভিযোগ, এরপরই বেত দিয়ে পঞ্চম শ্রেণীর ওই ছাত্রকে মারধর করতে শুরু করেন শিক্ষক নদীনূলমূল হক। এমনকি আপত্তিকর কথাও বলেন। রাতে ছাত্র অসুস্থ হয়ে পড়লে এম জে এন হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। যদিও মারধরের ঘটনা অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক। ছাত্রের মার খাওয়ার ঘটনায় স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ। দীৰ্ঘ সময় ধরে প্ৰধান শিক্ষকের ঘরে ঢুকে চলে বিক্ষোভ। আক্রান্ত ছাত্রের অভিভাবকদের সঙ্গে ছিলেন অন্য ছাত্রের অভিভাবকরাও। অভিভাবকদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বস দিয়েছেন প্রধান শিক্ষক রামচন্দ্র মণ্ডল। শুধু প্রধান শিক্ষক নয়, এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা কোচবিহারের জেলাশাসককেও লিখিত ভাবে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ জানানো হয়েছে কোচবিহার কোতোয়ালি থানাতেও। কলকাতা থেকে জেলা রাজ্যের বিভিন্ন জায়গায় শিক্ষকের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। এবার কর্পোরাল পানিশমেন্টের সেই তালিকায় কোচবিহারের সব থেকে পুরনো স্কুলও।