হুগলি: কলকাতা, সল্টলেক, হাওড়ার পর এবার হুগলির ব্যান্ডেলে দুর্ঘটনার কবলে পুলকার। পড়ুয়াদের নিয়ে স্কুলে যাওয়ার পথে দাউদাউ করে আগুন ধরে গেল গাড়িতে। কপালজোরে জন্য প্রাণে বাঁচল ছাত্রীরা। শর্টসার্কিট থেকেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান।
শুক্রবার সকাল ন’টা নাগাদ অক্সিলিয়াম গার্লস স্কুলের পড়ুয়াদের নিয়ে স্কুলে যাচ্ছিল এই পুলকারটি। মানসপুরে এক ছাত্রীকে তুলতে গাড়ি দাঁড় করান চালক।তাঁর দাবি, এরপরই গাড়ি আর স্টার্ট হচ্ছিল না। কয়েকবারের চেষ্টায় গাড়ি স্টার্ট হতেই ইঞ্জিনে আগুন ধরে যায়।
পুলকারে ছ’জন ছাত্রী ছিল। চালক গাড়ি দাঁড় করিয়ে তাদের বার করেন। চিৎকার-চেঁচামেচি শুনে বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসেন অভিভাবকরা। ততক্ষণে গাড়িতে দাউদাউ করে আগুন ধরে গিয়েছে। স্থানীয় বাসিন্দারাই বাড়ি থেকে জল এনে আগুন নেভান।
কিছুক্ষণ আগেও ছাত্রীরা যে সিটে বসেছিল, তা ততক্ষণে পুড়ে ছাই। দেখে শিউড়ে ওঠেন অভিভাবকরা। পুলকারগুলির দেখভাল নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।
নিয়ম ভেঙে ছুটে চলা পুলকারে লাগাম টানতে ক’দিন আগেই অভিযানে নামে পুলিশ। সেখানেও দেখা গিয়েছে কোনও পুলকারে তাপ্পি মারা টায়ার, কোনওটিতে ব্রেকে সমস্যা। কিন্তু, যে পুলকার চালক বা মালিকরা অন্যের সন্তানকে স্কুলে নিয়ে যাচ্ছে, তাদের দায়িত্ববোধ না ফেরা পর্যন্ত কি পড়ুয়াদের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা যাবে? প্রশ্নটা থেকেই যাচ্ছে।
ব্যান্ডেলে পড়ুয়াবোঝাই পুলকারে আগুন, কপালজোরে জন্য প্রাণে বাঁচল খুদেরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jul 2016 02:37 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -