তদন্তের নামে ‘চাপ’ ওসির, ফের নবান্নে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পাড়ুইয়ের কৃষক
ABP Ananda, web desk | 22 Jul 2016 04:47 AM (IST)
বীরভূম: ফের নবান্নয় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বীরভূমের কৃষক মিঠুন গড়াই। এবার তাঁর অভিযোগ, পাড়ুই থানার ওসির বিরুদ্ধে। এর আগে স্থানীয় বাতিকর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপ প্রধানের বিরুদ্ধে চাষে তোলাবাজির অভিযোগ তুলে নবান্নয় হাজির হন বীরভূমের কুড়মিঠা গ্রামের বাসিন্দা ওই কৃষক। মুখ্যমন্ত্রীর দফতরের উদ্যোগে গতকাল তিনি পাড়ুই থানায় অভিযোগ দায়ের করেন। ওই কৃষকের অভিযোগ, তদন্তের নামে বাড়িতে গিয়ে চাপ সৃষ্টি করছেন পাড়ুই থানার ওসি। অভিযোগ অস্বীকার করেছেন ওসি। যদিও বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে ওসি-র বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ওই কৃষক। এনিয়ে ফের মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জানাতে চলেছেন তিনি।