ঝাড়গ্রাম: আদিবাসী ভোটব্যাঙ্ক বরাবরই বিজেপির টার্গেট। তাই আসন্ন পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলকে অন্যতম লক্ষ্যবস্তু করেছে তারা। এই রাজনৈতিক প্রেক্ষাপটে বুধবার ঝাড়গ্রামের সভা থেকে আদিবাসী উন্নয়ন ইস্যুতে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থানের মতো রাজ্যে আদিবাসীদের পিটিয়ে মারা হয়। তাদের জমি কেড়ে নেওয়া হয়। কিন্তু, এ রাজ্যে আদিবাসী, সংখ্যালঘু মানুষদের বুক দিয়ে আগলে রাখি।
জঙ্গলমহলে দাঁড়িয়ে পাহাড় ইস্যুতেও কেন্দ্রের সরকারকে একহাত নেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, পাহাড়ের মতো জঙ্গলমহলকেও অশান্ত করার চেষ্টা করছে দিল্লির সরকার। বলেন, দিল্লির সরকার এখন জঙ্গলমহলে উস্কানি দিচ্ছে, পাহাড়েও দিয়েছিল বলে অশান্তি হয়েছিল। কেউ এ ব্যাপারে যুক্ত থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
পঞ্চায়েত ভোটের আগে দলের নেতা-কর্মীদের জনসংযোগ বাড়ানোরও পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। বলেন, সাধারণ মানুষের সব চাহিদা মেটাচ্ছে রাজ্য সরকার। তাঁই সরকারের পাশেই থাকতে হবে সাধারণ মানুষকে। কাজ করাটাই আমাদের কাজ। মানুষের পাশে থাকতে হবে।
এদিন জঙ্গলমহলের উন্নয়নে প্রায় ৫০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, জঙ্গলমহল বরাবরই বিভিন্ন নির্বাচনে তৃণমূলের পাশে থেকেছে। আসন্ন পঞ্চায়েত ভোটেও সেই ভোটব্যাঙ্ক অটুট রাখতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়।