পাত্রসায়র (বাঁকুড়া): ত্রিপুরায় বিজেপি সমর্থকদের লেনিন-মূর্তি ‘ভাঙার’ প্রতিবাদে সোচ্চার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাঁকুড়ার পাত্রসায়রে জনসভায় বক্তব্য রাখার সময় এই ইস্যুকে হাতিয়ার করে ফের একবার বিজেপির বিরুদ্ধে অসহিষ্ণুতার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারে এলে, হামলা করা কাজ নয়। কারও মূর্তি ভেঙে দেওয়া সরকারের কাজ নয়। লেনিন, নেতাজি, স্বামীজির মূর্তি ভাঙা মেনে নেব না। গণতন্ত্র মানে জবরদখল করা নয়। এত ঔদ্ধত্য ভাল নয়। অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে।
পাশাপাশি, কেন্দ্রকেও আক্রমণ করে মুখ্যমন্ত্রী জানান, দিল্লির বিজেপি সরকার বড় বড় কথা বলে। কাজে কিছু করতে পারে না। তিনি বলেন, এজেন্সি দিয়ে অনেক অত্যাচার করা হয়, ভয় পাই না। অত্যাচার হলেই প্রতিবাদ করব। কেন্দ্রের শাসক দলকে কটাক্ষা করে তিনি বলেন, এখন ব্যাঙ্ক হয়েছে ক্যাশলেস, বিজেপি হয়েছে ফেসলেস। মুখ্যমন্ত্রীর দাবি, মানুষের বিপদে তৃণমূল ছিল, আছে, থাকবে। এদিন ফের একবার বিজেপিকে তিনি মনে করিয়ে দিয়ে বলেন, তোমাদের টার্গেট বাংলা হলে, বাংলার টার্গেট লালকেল্লা।
বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি, এদিন বাঁকুড়ায় রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের করা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, ৩ মাস আগে বাঁকুড়ায় এসেছিলাম। জেলাগুলিতে যাতে ভাল কাজ হয়, সেইজন্য জেলায় যাই। বাঁকুড়ায় নতুন করে ৩টি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে। পলিটেকনিক কলেজ, আইটিআই করে দেওয়া হয়েছে। উন্নয়নের জোয়ার এসেছে। কন্যাশ্রী আমাদের গর্ব। ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে।
‘অতি বাড় বেড়ো না, ঝড়ে পড়ে যাবে’, বিজেপিকে আক্রমণ মমতার
Web Desk, ABP Ananda
Updated at:
06 Mar 2018 03:54 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -