নিমতায় ষড়যন্ত্র করে গৃহবধূকে ধর্ষণ করাল সৎমা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Mar 2018 12:19 PM (IST)
উত্তর ২৪ পরগনা: নিমতা থানা এলাকার বিশরপাড়ায় ষড়যন্ত্র করে এক গৃহবধূকে ধর্ষণ করানোর অভিযোগ উঠল তাঁরই সৎমায়ের বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ বছরের ওই গৃহবধূ শনিবার বাপের বাড়ি আসেন। অভিযোগ, সে রাতেই তাঁকে ধর্ষণ করা হয়। সৎমা শোভা দাসই ষড়যন্ত্র করে এই ঘটনা ঘটান বলে অভিযোগ। গতকাল নির্যাতিতার স্বামী নিমতা থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই সৎমাকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণে অভিযুক্ত যুবক পলাতক।