কলকাতা: রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজিরবিহীন সংঘাত। রাজ্যপালের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেছেন, রাজ্যপালের কথায় তিনি অসম্মানিত। যে ভাষায় রাজ্যপাল বিজেপির হয়ে কথা বলেছেন, তা খুবই আপত্তিজনক। কোনওদিন তিনি এত অসম্মানিত বোধ করেননি। ভেবেছিলেন, ছেড়ে দেবেন।
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘রাজ্যপালের দয়ায় আমি ক্ষমতায় আসিনি। আমি মানুষের দ্বারা নির্বাচিত। আর রাজ্যপাল কেন্দ্রের মনোনীত। বিজেপির হয়ে কথা বলছেন রাজ্যপাল’।
বসিরহাটে অশান্তির ঘটনায় এদিন মুখ্যমন্ত্রীকে ফোন করেন রাজ্যপাল।
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘আজ রাজ্যপাল আমাকে অনেক বড় বড় কথা বলেছেন। তিনি বিজেপি ব্লক সভাপতির মতো কথা বলছেন। রাজ্যপাল আমাকে ফোন করে হুমকি দিয়েছেন। তিনি এভাবে আমাকে হুমকি দিতে পারেন না। রাজ্যপালকে এ কথা জানিয়ে দিয়েছি’।
এসব তিনি বরদাস্ত করবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতা আরও বলেছেন, হিন্দু বজরং দল রাজ্যে হিংসা ছড়াচ্ছে। মুখ্যমন্ত্রী বলেছেন, যে কোনও ঘটনা ঘটলে বিজেপির লোকেরা রাজ্যপালকে কাগজ দিয়ে আসেন। সেই অনুসারে যা ইচ্ছে তাই বলেন রাজ্যপাল।
মুখ্যমন্ত্রী দুই সম্প্রদায়ের নেতাদেরই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
আমাকে ফোনে হুমকি দিয়েছেন, বিজেপির হয়ে কাজ করছেন, রাজ্যপালকে তোপ মমতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jul 2017 04:56 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -