কলকাতা: লোকসভা নির্বাচন থেকে একটা চমকপ্রদ তথ্য উঠে এসেছে--তা হল বিজেপির সেখানেই ব্যাপক উত্থান হয়েছে, যেখানে গেরুয়া শিবিরকে বিশেষ কেউ গুরুত্ব দেয়নি। অর্থাৎ, বিজেপি অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বীর তকমা পায়নি। 


সেই কথা মাথায় রেখে, পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, ২০১৯ লোকসভা নির্বাচনে বিজেপির ভোট শতাংশের হার একলাফে ৪০ শতাংশে পৌঁছে যায়।


বলা বাহুল্য, এই পরিসংখ্যান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মাথায় রাখছে। 


সব ঠিকঠাক চললে আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে বাজতে পারে ভোটের বাদ্যি। এপ্রিল-মে মাসেই হতে পারে ভোট। 


আর সেই প্রেক্ষিতে ভোটর আগে, মানুষের মন বুঝতে জনমত সমীক্ষা চালিয়েছে সিএনএক্স।




মানুষকে প্রশ্ন করা হয়েছিল আসন্ন বিধানসভা ভোটে কোন দল কটি করে আসন পেতে পারে? 


সমীক্ষা অনুযায়ী, বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস পেতে পারে ১৪৬-১৫৬টি আসন। বিজেপি পেতে পারে ১১৩-১২১টি। বাম-কংগ্রেস জোট পেতে পারে ২০-২৮। 


মানুষকে প্রশ্ন করা হয়েছিল আসন্ন বিধানসভা ভোটে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে? 


সমীক্ষা অনুযায়ী, তৃণমূল পেতে পারে ৪২ শতাংশ, বিজেপি-৩৭ শতাংশ, বাম-কংগ্রেসের দখলে যেতে পারে ১৭ শতাংশ ভোট।




ওপিনিয়ন পোলে উঠে এসেছে বেশ কিছু চমকপ্রদ তথ্য। যেমন সমীক্ষা অনুযায়ী, ২০১৬ বিধানসভা নির্বাচনের নিরিখে বিজেপির ভোট শতাংশের হার বেড়েছে প্রায় ২৬ শতাংশ।