প্রকাশ সিনহা ও মনোজ বন্দ্যোপাধ্যায়, অণ্ডাল: কয়লা পাচারকাণ্ডে প্রথম গ্রেফতার। পশ্চিম বর্ধমানের অন্ডালের নিউ কাজোড়া অঞ্চলে বাড়ি থেকে ব্যবসায়ী রণধীর সিংকে গ্রেফতার করল সিআইডি। সিআইডি সূত্রে দাবি, ধৃত রণধীর ফেরার অনুপ মাঝি ওরফে লালার ঘনিষ্ঠ। তাঁকে ১০ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
কয়লা পাচারকাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই। ইতিমধ্যেই ফেরার কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে তারা। এরইমধ্যে কয়লাকাণ্ডের তদন্তে নেমেছে সিআইডি-ও। সিআইডি সূত্রে খবর, তদন্তে নেমে দুর্গাপুর, আসানসোলের বেশ কয়েকটি কয়লাখনিতে যান তদন্তকারীরা। কথা বলেন ইসিএলের আধিকারিকদের সঙ্গে। সেই সূত্রেই রণধীরের নাম উঠে আসে। সিআইডি সূত্রে দাবি, ফেরার লালার ঘনিষ্ঠ ব্যবসায়ী রণধীর। জামুড়িয়ার নিউ কাজোড়া এলাকায় বেআইনি কয়লা পাচার কারবারের দায়িত্ব রণধীরের হাতেই লালা ছেড়ে দিয়েছিলেন বলে সিআইডি সূত্রে দাবি। সিআইডি-র তল্লাশি অফিযান শুরু হতেই রণধীর গা ঢাকা দেন। গোপন সূত্রে গতকাল তাঁর বাড়ি ফেরার খবর পান গোয়েন্দারা। সেখান থেকেই রণধীরকে গ্রেফতার করা হয়।
সিবিআই একাধিক কয়লা ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করলেও এখনও রণধীরকে জিজ্ঞাসাবাদ করেনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, লালা ঘনিষ্ঠ ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের তোড়জোড় শুরু করেছিল সিবিআই। সেই সময়ই তাঁকে গ্রেফতার করল সিআইডি।
এই গ্রেফতারি নিয়ে শুরু হয়েছে বিজেপি তৃণমূল চাপানউতোর। পশ্চিম বর্ধমানের বিজেপি সম্পাদক শ্রীরূপ চক্রবর্তী বলেছেন, ‘সিবিআই তদন্ত চালাচ্ছে। এর মাঝে সিআইডি গ্রেফতার করল যাতে একে আড়ালে রাখা যায়। ভাইপোর কাছ অবধি পৌঁছনো না যায়। শিখিয়ে-পড়িয়ে নেওয়ার জন্যই এই গ্রেফতারি।’
পাল্টা পাণ্ডবেশ্বরের তৃণমূল নেতা ও এবারের বিধানসভা ভোটে প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন, ‘রণধীর সিংহ গ্রেফতার হওয়ায় ভাল হয়েছে। রাজ্য সরকার পাচার আটকাতে তত্পর। কয়লা পাচারকারীরা আজকাল রাজনীতিতে আসছে। গ্রেফতারি ইচিবাচক দিক।’
আজ দুর্গাপুর আদালতে তোলা হলে রণধীরকে ১০ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।