কলকাতা:  বিজেপির পর প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেসও। ১৩ জনের প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের। 


প্রকাশিত তালিকা অনুযায়ী, পাথরপ্রতিমায় কংগ্রেস প্রার্থী সুখদেব বেরা। কাকদ্বীপে কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল রাউত। ময়নায় কংগ্রেস প্রার্থী মানিক ভৌমিক। ভগবানপুরে কংগ্রেস প্রার্থী শিউ মাইতি। 


প্রকাশিত তালিকা অনুযায়ী, এগরায় কংগ্রেস প্রার্থী মানসকুমার কর মহাপাত্র। খড়গপুর সদরে কংগ্রেস প্রার্থী সমীর রায়। সবংয়ে কংগ্রেস প্রার্থী চিরঞ্জীব ভৌমিক। বলরামপুরে কংগ্রেস প্রার্থী উত্তম বন্দ্যোপাধ্যায়। 


প্রকাশিত তালিকা অনুযায়ী, বাঘমুণ্ডিতে কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো। পুরুলিয়ায় কংগ্রেস প্রার্থী পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়ায় কংগ্রেস প্রার্থী রাধারানি বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুরে কংগ্রেস প্রার্থী দেবু চট্টোপাধ্যায়। কোতুলপুরে কংগ্রেস প্রার্থী অক্ষয় সাঁতরা। 


আরও পড়ুন:


WB Election 2021: প্রথম ২ দফার প্রার্থী ঘোষণা, তরুণ মুখে ঝোঁক বামেদের, রইল জোটে জটের আভাসও


এর আগে, শুক্রবার প্রথম দু’দফার ভোটের জন্য শুক্রবার যৌথ তালিকা ঘোষণা করে বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সংযুক্ত মোর্চা। প্রার্থী বাছাইয়ে তারুণ্যে জোর দিয়েছে বামেরা। সেখানে নতুনদের পাশাপাশি জায়গা পেয়েছেন পুরনো এবং দুঁদে নেতারাও।  


সেই সঙ্গে ফিরিয়ে আনা হয়েছে সুশান্ত ঘোষ, তপন ঘোষ, হিমাংশু দাসের মতো একদা দাপুটে নেতাদের। তবে নন্দীগ্রামে কে লড়বে, তা এখনও ঘোষণা করা হয়নি।


এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নাম অবশ্যই সুশান্ত ঘোষ।  তাঁকে এবার শালবনি কেন্দ্রে প্রার্থী করা হয়েছে। 


 



 


প্রথম দু’দফায় ৬০টি আসনে ভোট। এর মধ্যে ৩৯টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে বামেরা। কংগ্রেসের প্রার্থী রয়েছেন ১৩টি আসনে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী ৫টি আসনে। ৩টি আসনে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি। এই তিনটি আসন হল নন্দীগ্রাম, পিংলা এবং এগরা।