তুফানগঞ্জ: কোচবিহারে গরু পাচারের সন্দেহে ট্রাক ও পিক আপ ভ্যানে ভাঙচুর। চালকদের আটকে রাখেন গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। হামলাকারীদের বিরুদ্ধে মামলা রুজু করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশের।

গরু পাচারে টাকার একটা অংশ কি ঘুরপথে পৌঁছে যাচ্ছে জঙ্গিদের হাতে? তদন্ত করছে সিবিআই! আল কায়দা জঙ্গি সন্দেহে এ রাজ্য থেকে কয়েক জনকে গ্রেফতারির পরই গরু পাচার চক্রের বিরুদ্ধে ম্যারাথন অভিযান শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই প্রেক্ষিতেই গরু পাচার করা হচ্ছে এই সন্দেহে কোচবিহারে একটি ট্রাক ও পিকআপ ভ্যানে ভাঙচুরের অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তেজনা ছড়ায় তুফানগঞ্জে। দু’টি গাড়ির চালককেই আটকে রাখেন গ্রামবাসীরা। পরে পুলিশ গিয়ে দু’জনকে উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, গত কয়েক দিনে গ্রাম থেকে বেশ কয়েকটি গরু চুরি হয়েছে। বৃহস্পতিবার ভোরে গরু পাচার হচ্ছে সন্দেহে একটি ট্রাক ও একটি পিক আপ ভ্যানকে আটকান গ্রামবাসীরা। দুটি গাড়িতে ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও কোনও গাড়ি থেকে গরু মেলেনি বলে দাবি পুলিশের।

কোচবিহারের পুলিশ সুপার জানিয়েছেন, ওই গাড়িদুটি পুণ্ডিবাড়ি থেকে অসমের দিকে যাচ্ছিল। গ্রামবাসীরা সেগুলিতে ভাঙচুর করে। যাঁরা হামলা করেছেন, তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।