শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: টাকার বিনিময়ে বিজেপির লোকজনকে তৃণমূলে আনা হয়েছে। দলীয় নেতার বিরুদ্ধেই এরকম অভিযোগ তুললেন আরেক তৃণমূল নেতা। কোচবিহারে ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।
দু-দিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বেশ কয়েকজন কর্মী। কিন্তু এই দলবদলে বাড়তি অক্সিজেন পাওয়া তো দূর, উল্টে তৃণমূলের কোন্দল সামনে চলে এল কোচবিহারের তুফানগঞ্জে। ভানুকুমারি ২ নম্বর অঞ্চলের প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি ধীমান বর্মনের অভিযোগ, টাকার বিনিময়ে বিজেপি থেকে লোক এনেছেন, তুফানগঞ্জ ২ নম্বরের ব্লক সভাপতি ধনেশ্বর বর্মন।
যোগদান অনুষ্ঠানে যিনি বিজেপি ছেড়ে আসা নেতা-কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়েছিলেন। ভানুকুমারী ২ এর ১১৭ নং বুথ প্রাক্তন তৃণমূল সভাপতি ধীমান বর্মনের কথায়, ' আমরা ভোটে পরিশ্রম করেছি কিন্তু ধনেশ্বর বর্মন যে যোগদান অনুষ্ঠান করেছে বিজেপির লোকজনকে নিয়ে করেছে, সেটা টাকা দিয়ে করছে। আমাকে সরিয়ে দিয়ে নতুন বুথ সভাপতি করেছে। মোটা অঙ্কের টাকা নিয়ে করেছে। যেহেতু আমরা অন্য গোষ্ঠী করি। '
যদিও এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা। এ নিয়ে ধনেশ্বর বর্মনের পাল্টা দাবি, ভানুকুমারী ২-এর ১১৭ নং বুথে আগে কে সভাপতি ছিলেন, তা তাঁর জানা নেই। তাই কে কী অভিযোগ করল, তার উত্তর দেওয়ারও প্রয়োজন বোধ করেন না তিনি।
কোচবিহার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুলজলিল আহমেদের দাবি, এই ধরনের অভিযোগ একেবারেই ভিত্তিহীন। কেউ টাকা নিয়ে এরকম যোগদান করাতে পারে না। যারা মিডিয়াতে অভিযোগ করছে, তারা ঠিক করছে না, এ বিষয়ে দল খোঁজ নেবে। ' স্থানীয় সূত্রে খবর, তুফানগঞ্জ ২ নম্বর ব্লকে তৃণমূলের দুটি গোষ্ঠী রয়েছে। ভানুকুমারী ২-এর প্রাক্তন তৃণমূল অঞ্চল সভাপতি সুজিত ঘোষ এবং ধনেশ্বর বর্মনের অনুগামীদের মধ্যে দীর্ঘদিনের বিবাদ রয়েছেই। আর এই দ্বন্দ্বই আরও একবার সামনে চলে এল।