উত্তর ২৪ পরগনা:  করোনা আক্রান্ত ও তাঁদের পরিজনদের সাহায্য করতে সহায় নামে একটি অ্যাপ চালু করল বারাসাত জেলা পুলিশ। 


অন্যদিকে, সংক্রমিতদের চিকিৎসায় উত্তর ২৪ পরগনার পাঁচটি সরকারি হাসপাতালে বেডের সংখ্যা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল জেলা স্বাস্থ্য দফতর।


করোনা ভাইরাসের মারণ থাবায় গোটা দেশে থরহরি কম্প অবস্থা। মঙ্গলবারও সর্বনাশা করোনায় ভারতে রেকর্ড মৃত্যু হয়েছে।


দৈনিক মৃতের সংখ্যা ৪ হাজারের নিচে তো নামছেই না, উল্টে বেড়েই চলেছে। উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ।


করোনা পরিস্থিতি ভয়াবহ উত্তর ২৪ পরগনাতেও। উত্তরোত্তর খারাপ হচ্ছে পরিস্থিতি। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে প্রায় প্রতিদিনই, শীর্ষে থাকছে এই জেলা।


এই ভয়ঙ্কর পরিস্থিতিতে করোনা রোগী ও তাঁদের পরিজনদের সাহায্যে এগিয়ে এল বারাসাত জেলা পুলিশ। পুলিশের উদ্যোগে সূচনা হল, সহায় নামে একটি নতুন অ্যাপের।


বারাসাত জেলা পুলিশের বক্তব্য, এই অ্যাপের মাধ্যমে হাসপাতালে ভর্তি, অ্যাম্বুল্যান্স থেকে অক্সিজেন সিলিন্ডার, এসব কিছুই দ্রুত পাওয়া যাবে।


এদিকে উত্তর ২৪ পরগনায় করোনা পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠা, হাসপাতালে বেড আরও বাড়ানোর সিদ্ধান্ত নিল জেলা স্বাস্থ্য দফতর। 


জানা গেছে-- বারাসাত সদর হাসপাতাল, ব্যারাকপুরের বি এন বসু মহাকুমা হাসপাতাল, ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, হাবড়া স্টেট জেনারেল হাসপাতাল এবং বনগাঁর জীবনরতন ধর মহকুমা হাসপাতালে ৪০ থেকে ৫০ শতাংশ বেড দ্রুত বাড়ানো হবে।