সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া:  গোটা দেশের মতো এরাজ্যেও ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। 


সুস্থ হওয়ার জন্য যে আরোগ্য নিকেতনই ভরসা, সেই হাসপাতাল থেকেই করোনা রোগী নিখোঁজ হওয়ার অভিযোগ। হাওড়ার দাসনগরের বালটিকুরি ইএসআই কোভিড হাসপাতালের পর এবার পুরুলিয়ার হাতোয়াড়া কোভিড হাসপাতাল।


অভিযোগ, ভর্তির পর সেদিনই সন্ধেয় হাসপাতাল থেকে উধাও হয়ে গিয়েছেন করোনা আক্রান্ত এক রোগী। প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের নিরাপত্তা। 


পরিবার সূত্রে খবর,  গত রবিবার জ্বর সহ মৃদু উপসর্গ নিয়ে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে ভর্তি হন বাঘমুণ্ডির তুলতুলি গ্রামের বাসিন্দা মদনমোহন মাহাতো।


সোমবার কোভিড টেস্ট রিপোর্ট পজিটিভ আসায় পুরুলিয়ার হাতোয়াড়া কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৭১ বছরের ওই রোগীকে।  


পরিবারের দাবি, মঙ্গলবার হাসপাতাল থেকে ফোন করে জানানো হয়, সোমবার সন্ধে থেকে সন্ধান মিলছে না রোগীর। রোগী নিখোঁজের কথা স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 


হাসপাতালের সুপার সুকোমল বিষয়ী বলেন, রোগীর খোঁজ মিলছে না। এবিষয়ে প্রয়োজনীয় যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হয়েছে।


এর আগে গত মাসে হাওড়ার দাসনগরের বালটিকুরি ইএসআই কোভিড হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান এক করোনা রোগী। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি পুরুলিয়ায়। 


হাসপাতাল সূত্রে খবর, পুরুলিয়া মফঃস্বল থানায় রোগী নিখোঁজ হওয়ার বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। 


এর আগে, এপ্রিল মাসে হাওড়ার বালটিকুরি ইএসআই কোভিড হাসপাতাল থেকে এবার করোনা আক্রান্ত রোগী নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটে। ঘটনাক্রমে, সেখানেও উধাও হয়ে যান সত্তরোর্ধ্ব করোনা আক্রান্ত এক রোগী! 


গত ২০ এপ্রিল হাওড়ার বাজে শিবপুরের বাসিন্দা করোনা আক্রান্ত রোগীকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, করোনা চিকিৎসার পরিকাঠামো না থাকায় সেই দিনই ভর্তি করা হয় বালটিকুরি ইএসআই কোভিড হাসপাতালে। ২২ এপ্রিল রাতে বাঁকড়া পুলিশ ফাঁড়ির তরফে জানানো হয় খোঁজ মিলছে না রোগীর।