কলকাতা: রেলের কর্মীদের জন্য যে স্টাফ স্পেশাল ট্রেনে ব্যবস্থা করা হয়েছিল, এবার থেকে সেই ট্রেনে উঠতে পারবেন ব্যাঙ্ককর্মীরাও। এর আগে রাজ্য সরকার ও রেলের কাছে ব্যাঙ্কের তরফে আবেদন জানানো হয়। রাজ্যকে একথা জানিয়েছিল রেল কর্তৃপক্ষ। আজ ব্যাঙ্ক সংগঠনকে জানাল রাজ্য সরকার।


স্বাস্থ্য কর্মীদের ছাড়পত্র দেওয়া হয়েছিল আগেই। এবার থেকে রেলের স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে পারবেন ব্যঙ্কের কর্মীরাও। মঙ্গলবার থেকেই কার্যকর হল নতুন নিয়ম। করোনা লাগামহীন সংক্রমণে হ্রাস টানতে রাজ্যে মে মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছে কার্যত লকডাউন। ১৫ই জুন পর্যন্ত রয়েছে এর সময়সীমা। স্টাফ স্পেশাল ছাড়া বন্ধ রয়েছে লোকাল ট্রেন। কিন্তু কার্যত লকডাউনের এই সময়কালে খোলা রয়েছে ব্যাঙ্ক। ফলে ব্যাঙ্কে আসতে গিয়ে সমস্যয় পড়ছিলেন কর্মীরা। এই পরিস্থিতিতে সম্প্রতি 


ইউনাইটেড ফোরাম ফর ব্যাঙ্ক ইউনিয়নস রাজ্য ও রেলকেও চিঠি দিয়েছিল। রেলের তরফে বলা হয়েছিল, রাজ্য সরকার বলে দিলে তাঁদের কোনও অসুবধা নেই। আজ রাজ্যের তরফে চিঠি দিয়ে ব্যাঙ্ককর্মীদের সংগঠনগুলিকে জানিয়ে গেওয়া হল কোনও আপত্তি নেই। এর আগে ব্যঙ্ক কর্মীদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করেছিল। এবার ট্রেনে ওঠায় ছাড়। ১৫ জুন পর্যন্ত ১০ টা থেকে ২ পর্যন্ত ব্যাঙ্ক খোলা। শনিরবি বন্ধ। রেলের কর্মীদের জন্য স্পেশাল ট্রেনে এবার উঠতে পারবেন ব্যাঙ্ককর্মীরা।