কলকাতা: করোনা আবহে রাজ্যে কেন্দ্রীয় টিমের আগমন নিয়ে ইতিমধ্যেই বাগযুদ্ধে জড়িয়েছে তৃণমূল ও বিজেপি! সেই বাগযুদ্ধে অংশ নিয়ে খোদ রাজ্যপালও রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেছেন! মুখ্যমন্ত্রী রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।


আর এই প্রেক্ষাপটে ফের রাজ্যে আসতে চলেছে কেন্দ্রীয় দল।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে ২০টি টিম তৈরি করা হয়েছে।

এই টিম দেশের ২০টি এমন জেলায় যাবে, যেখান থেকে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি করোনা আক্রান্তের খবর মিলেছে।

এই ২০টি জেলার মধ্যেই রয়েছে কলকাতা।তালিকার ১৫ নম্বরে নাম রয়েছে কলকাতার।তালিকার এক নম্বরে রয়েছে মুম্বই।

দু নম্বরে আহমেদাবাদ।তিনে দক্ষিণ পূর্ব দিল্লি।চারে মধ্যপ্রদেশের ইন্দৌর।পাঁচে মহারাষ্ট্রের পুণে।

এই সব জেলাগুলিতে যে কনটেনমেন্ট জোন রয়েছে, সেগুলিতে নিয়মবিধি আরও কড়াভাবে কার্যকর করার জন্য রাজ্য সরকারগুলিকে সাহায্য করবে কেন্দ্রের এই টিম।