১৪ দিনের সিআইডি হেফাজত মুসার, কেন ঘনঘন পাসওয়ার্ড বদল, তদন্তে গোয়েন্দারা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Jul 2016 10:52 AM (IST)
NEXT
PREV
কলকাতা: বর্ধমানে ধৃত সন্দেহভাজন আইএসআইএস জঙ্গিকে ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ আদালতের। মুসার বিরুদ্ধে আপাতত অস্ত্র আইনে মামলা রুজু করেছে সিআইডি। গোয়েন্দাদের দাবি, বেশ কয়েকবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের পাসওয়ার্ড ও ইউজার আইডি বদল করেছে মুসা। যা রীতিমতো সন্দেহজনক। সেই কারণে মুসার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলগুলির ফরেন্সিক পরীক্ষা করা হবে। গতকাল ভবানীভবনে রাতভর মুসাকে জেরা করেন সিআইডি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও এনআইএ-র তদন্তকারীরা। গোয়েন্দাদের দাবি, বেশ কয়েক বছর ধরেই আইএসআইএস-এর সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে বছর ২৫-র মুসার। তার সঙ্গে ই-মেল ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে নিয়মিত কথা হত সিরিয়ায় আইএস জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা সফি আরমারের। পাশাপাশি, গোয়েন্দাদের দাবি, মুসার সঙ্গে ফেসবুক মেসেঞ্জার ও ই-মেল চ্যাট মারফত বাংলাদেশের সন্দেহভাজন দুই আইএসআইএস জঙ্গিরও যোগাযোগ ছিল।
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -