কলকাতা:  বর্ধমানে ধৃত সন্দেহভাজন আইএসআইএস জঙ্গিকে ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ আদালতের। মুসার বিরুদ্ধে আপাতত অস্ত্র আইনে মামলা রুজু করেছে সিআইডি। গোয়েন্দাদের দাবি, বেশ কয়েকবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজের  পাসওয়ার্ড ও ইউজার আইডি বদল করেছে মুসা। যা রীতিমতো সন্দেহজনক। সেই কারণে মুসার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলগুলির ফরেন্সিক পরীক্ষা করা হবে। গতকাল ভবানীভবনে রাতভর  মুসাকে জেরা করেন সিআইডি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও এনআইএ-র তদন্তকারীরা। গোয়েন্দাদের দাবি, বেশ কয়েক বছর ধরেই আইএসআইএস-এর সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে বছর ২৫-র মুসার। তার সঙ্গে ই-মেল ও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে নিয়মিত কথা হত সিরিয়ায় আইএস জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা সফি আরমারের। পাশাপাশি, গোয়েন্দাদের দাবি, মুসার সঙ্গে ফেসবুক মেসেঞ্জার ও ই-মেল চ্যাট মারফত বাংলাদেশের সন্দেহভাজন দুই আইএসআইএস জঙ্গিরও যোগাযোগ ছিল।