স্কুল চলাকালীন মেহেন্দি লাগানোয় দশম শ্রেণির ছাত্রীকে বেধড়ক মার শিক্ষককের
web desk, ABP Ananda | 06 Jul 2016 08:52 AM (IST)
তালদি: স্কুল চলাকালীন হাতে মেহেন্দি করায় দশম শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগ। শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। দক্ষিণ ২৪ পরগনার তালদির সুরবালা শিক্ষায়তন ফর গার্লস স্কুলের দশম শ্রেণির ওই ছাত্রী টিফিনের সময় আরও কয়েকজন সহপাঠীকে নিয়ে হাতে মেহেন্দি লাগায়। অভিযোগ, স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক সুকৃতী দাস তা দেখে ওই ছাত্রীর চুলের মুঠি ধরে বেধড়ক মারধর করেন। ওই ছাত্রীকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়েও রাখেন বলে অভিযোগ। পরে ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষকের বিরুদ্ধে জীবনতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে। মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষ। তাদের দাবি, ঘটনাটি অভিভাবকদের জানানোর কথা বলায় ওই ছাত্রী কাঁদতে শুরু করে। এরপরই তাকে ছেড়ে দেওয়া হয়।