সনৎ ঝা, শিলিগুড়ি : বঙ্গের কোভিডচিত্রে কিছুটা কালো মেঘ। উত্তরবঙ্গে খোঁজ মিলল কোভিডের দুই নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত ৭ জনের। কল্যাণীর জেনোমিক্সে পাঠানো সোয়াব স্যাম্পেলের রিপোর্টে বলা হয়েছে, ৫ জন ডেল্টা ও ২ জন ইউকে, মোট ৭ জনের শরীরে নতুন করোনা ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে। নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের সুপার সঞ্জয় মালিক জানিয়েছেন, 'ভ্যারিয়েন্ট পরীক্ষার জন্য প্রথম যে স্যাম্পেল পাঠানো হয়েছিল তাঁর রিপোর্ট এসে পৌঁছেছে, যেখানে দেখা যাচ্ছে ৫ জন ডেল্টা ও ২ জন ইউকে ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।' নতুন ভ্যারিয়েন্টের খোঁজ মেলার খবরের থেকেও চমকে দেওয়ার মতো তথ্য হল, গত জুন মাসের শুরুর দিকে কল্যাণীর জেনোমিক্সে এই সোয়াব স্যাম্পেল পাঠানো হয়েছিল। গ্যাংটকে যে ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়ার পরই স্যাম্পেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।


৭ জনের রিপোর্টে নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়ার পর এবার উদ্যোগ শুরু হয়েছে তাদের বর্তমান লোকেশন ও শারীরিক অবস্থা জানার। মাঝে দীর্ঘদিন সময় ব্যবধানে তারা হয়তো সুস্থ হয়ে উঠেছে প্রত্যাশা করা হলেও মাঝে তারা কোভিড বিধি মেনে ঠিকমতো আইসোলেশনে ছিলেন, না কি অন্য কেউ তাদের সংস্পর্শে এসেছেন, সেই বিষয়টি নিয়ে খতিয়ে দেখার কাজ শুরু হয়ে গিয়েছে। যাদের দেহে সংক্রমণ ধরা পড়েছে, তারা কোথা থেকে এসেছিলেন, সেই খোঁজ করাও শুরু হয়েছে। এমনিতেই গোটা রাজ্যে যে সমস্ত জেলাগুলিতকে সংক্রমণ কিছুটা বেশি তার মধ্যে রয়েছে দার্জিলিং। সংক্রমণের হার আগের থেকে অনেকটাই কমলেও ক্রমাগত তা ঘোরাফেরা করছে একটা নির্দিষ্ট সংখ্যার আশপাশে। পাশাপাশি শিলিগুড়ি তথা দার্জিলিং জেলা যেহেতু উত্তর-পূর্বের দ্বার তাই বহু মানুষের চলাফেরা এই অঞ্চলে।


এর মাঝে ডেল্টা ও ইউকে ভ্যারিয়েন্টের খোঁজ মেলার খবর সামনে আসায় নিঃসন্দেহে কিছু করোনা আতঙ্ক বেড়েছে। এমনিতেই বহু রিপোর্টে প্রকাশিত ডেল্টা ভ্যারিয়েন্ট অতি সংক্রামক। পাশাপাশি অনেকের আশঙ্কা ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে ছড়ায় শিশুদের মধ্যে। এই অবস্থায় রাজ্যে যখন করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, সেই সময় এই খবরে আশঙ্কা বাড়ল বিভিন্ন মহলে।