মেদিনীপুর: জেলায় ফের বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুরের ৭ টি থানা এলাকায় মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করল জেলা প্রশাসন। এর মধ্যে রয়েছে বেলদা, নারায়ণগড়, কেশিয়াড়ি, ঘাটাল, গড়বেতা, খড়গপুর ও মেদিনীপুর কোতয়ালি থানা। আজ থেকে ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে দোকানপাট, বাজার। মাইক্রো কনটেনমেন্ট জোনে ফ্লেক্স টাঙিয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। পাশাপাশি, রয়েছে পুলিশি নজরদারি। এদিন সকালে দোকান বন্ধ করে দেয় বেলদা থানার পুলিশ। পথচারীদের সতর্ক করা হয়।


রাজ্যে জারি কার্যত লকডাউন। আর এর মধ্যেই ফের বাড়ল সংক্রমিতের সংখ্যা। বুধবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৯৮২ জন। গতকাল সংখ্যাটি ছিল ৯৬২। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫,৮,২২৩ জন। ৭ জুলাই-এর হিসেব অনুযায়ী  রাজ্যে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৬,৬৫৫ জন। 


সবমিলিয়ে করোনার ভয়ঙ্কর ভ্রুকুটি অব্যাহত। দেশে গত ২৪ ঘণ্টায় ফের বাড়ল সংক্রমণ।তবে কমেছে দৈনিক মৃতের সংখ্যা।


এই পরিস্থিতিতে সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে প্রশাসন। বিধিনিষেধের পাশাপাশি টিকাকরণ ও এলাকাভিত্তিক কনটেইমেন্ট জোন গড়ে তুলে করোনার প্রকোপে লাগাম টানার চেষ্টা চলছে। গতকালই ১৫ জুলাই পর্যন্ত হাওড়ার উলুবেড়িয়ার পুর এলাকায় জারি হয়েছে একাধিক বিধিনিষেধ।


উলুবেড়িয়া পুরসভা সূত্রে খবর,এবার থেকে সপ্তাহে একদিন সম্পূর্ণ বন্ধ থাকবে বাজার।বাকি দিনগুলি পালা করে বন্ধ থাকবে দোকানপাট।বিধিনিষেধের জেরে প্রভাব পড়বে ব্যবসায়। তবে করোনার কথা মাথায় রেখে, পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন ব্যবসায়ীরা।পুরসভার তরফে জানানো হয়েছে, মানুষকে আরও সচেতন করতে, ধারাবাহিকভাবে প্রচার চলবে।


করোনার উদ্বেগজনক পরিস্থিতিতে কয়েকটি ঘটনা আশা জাগাচ্ছে। যেমন বেহালার ঘটনা। একজনের বয়স ৯৪, আরেক জনের ৭৯।  করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন বেহালার প্রবীন দম্পতি। তাঁরা এখন অন্যদের অনুপ্রেরণা। ন’দিনের মাথায় সুস্থ হয়ে বাড়ি ফেরেন ইলা সেনগুপ্ত। আর দু সপ্তাহ পর, কোভিডকে হারিয়ে, জীবনযুদ্ধে জিতে ফেরেন তাঁর স্বামী, ১০০ ছুঁইছুঁই বিভূতিভূষণ সেনগুপ্ত।