কলকাতা: দলবিরোধী কাজের জন্য রাজ্যসভা সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করল সিপিএম। দলের রাজ্য কমিটির সিদ্ধান্তে অনুমোদন দিল সিপিএমের পলিটব্যুরোর। এবিপি আনন্দে দেওয়া সাক্ষাত্কারে দল ও দলের নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন ঋতব্রত।

এদিন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, দল বিরোধী কাজের জন্য ঋতব্রতকে দলের প্রাথমিক সদস্যপদ  থেকে বহিষ্কার করা হল। গত ১৩ সেপ্টেম্বর দলের রাজ্য কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে পলিটব্যুরো।

বিশৃঙ্খল জীবনযাপন ও দলের খবর সংবাদমাধ্যমে ফাঁস করা  সহ একাধিক অভিযোগ উঠেছিল ঋতব্রতর বিরুদ্ধে। এই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে দল তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছিল ঋতব্রতকে। এরইমধ্যে এবিপি আনন্দে সাক্ষাত্কারে দলের তদন্ত কমিটির কাজের তীব্র সমালোচনা করেন তিনি। তদন্ত কমিটির প্রধান মহম্মদ সেলিমকেও আক্রমণ করেন ঋতব্রত।  দলের পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাত ও বৃন্দা কারাতকেও রেয়াত করেননি তিনি।

সূর্যকান্ত বলেছেন, ঋতব্রতকে সংশোধনের অনেক সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু তাতে কোনও ফল হয়নি। তিনি দলের ভাবমূর্তি কালিমালিপ্ত করার কাজ চালিয়ে গিয়েছেন। গত ১১ সেপ্টেম্বর টেলিভিশন সাক্ষাত্কারে প্রকাশ্যে দলের বদনাম করার চেষ্টা করেন ঋতব্রত। এরই পরিপ্রেক্ষিতে তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।