বসিরহাট: ভোট মেটার পরেও অশান্তি অব্যাহত। এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বসিরহাট। সেখানকার পানিগোবরা গ্রামে আক্রান্ত তৃণমূলের প্রাক্তন বিধায়ক এটিএম আবদুল্লা। পাল্টা সিপিএম কর্মীদের বাড়িতে আগুন। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত খোদ বসিরহাট থানার আইসি।

 

তৃণমূলের প্রাক্তন বিধায়ক এটিএম আবদুল্লার অভিযোগ, বুধবার সিপিএমের একটি মিছিল থেকে তাঁর উপর হামলা চালানো হয়। আহত হন বেশ কয়েকজন তৃণমূল কর্মী। তাঁদের ভর্তি করা হয় হাসপাতালে।

 

এখানেই ঘটনা থেমে থাকেনি। অভিযোগ, এরপর, সিপিএম কর্মীদের বাড়িতে তৃণমূলের লোকজন আগুন লাগিয়ে দেয়। সিপিএম অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করেছে।

 

এ দিন ধান্যকুড়িয়ায় টাকি রোডের উপর তৃণমূল অবরোধও করে। সেখানে পুলিশ গেলে তাদের হঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ, মারধর করা হয় বসিরহাট থানার আইসি তপন কুমার মিশ্রকে।

 

নিষ্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। তারা জানিয়েছে, এ দিনের ঘটনায় সিপিএম-তৃণমূল দু’পক্ষেরই বেশ কয়েকজন আহত হন। দু’পক্ষ মিলিয়ে পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে।