কলকাতা: রাজ্যসভায় অভিষেক মনু সিঙ্ঘভির বিরুদ্ধে রবীন দেবকে প্রার্থী করল সিপিএম। পঞ্চম আসনে রবীন দেবকে প্রার্থী করছে সিপিএম।
এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, রাজ্যসভায় প্রার্থী নিয়ে বাম-কংগ্রেস আলোচনা চলছিল। চূড়ান্ত সিদ্ধান্তের আগেই দিল্লি থেকে প্রার্থী ঘোষণা করা হল। একতরফাভাবে কংগ্রেস হাইকমান্ড প্রার্থী ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে বিকল্প পথ না থাকায় রবীন দেবকে প্রার্থী করা হল।

যদিও, বামেদের নিজের ক্ষমতায় রবীনের জেতার সম্ভাবনা ক্ষীণ। কারণ, এদিনই কংগ্রেসের প্রার্থীকে সমর্থন ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে, পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার পঞ্চম আসনে সিঙ্ঘভিকে প্রার্থী ঘোষণা করে কংগ্রেস। এর কিছুক্ষণের মধ্যেই তাকে সমর্থন করে তৃণমূল। পাশাপাশি, বাকি ৪ আসনে তৃণমূলে প্রার্থীর নামও ঘোষণা করে তৃণমূল। রাজ্যসভায় তৃণমূল প্রার্থীরা হলেন-- নাদিমুল হক, শুভাশিস চক্রবর্তী, আবির বিশ্বাস, ও শান্তনু সেন।