কলকাতা: এবার প্রবল গ্রীষ্মের মুখোমুখি হতে পারে দক্ষিণবঙ্গ। আগামী তিন মাসে গড় তাপমাত্রা স্বাভাবিকের থেকে আধ ডিগ্রি বেশি থাকবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। জানানো হয়েছে, অনেকটাই বাড়বে তাপপ্রবাহের সম্ভাবনা। উত্তর ও মধ্য ভারতে গড় তাপমাত্রা আরও বাড়বে। গড় তাপমাত্রা ১ ডিগ্রিরও বেশি থাকতে পারে।