মালদা: রেল লাইনে প্রায় ১২ ইঞ্চির ফাটল! অথচ কিছুক্ষণের মধ্যেই ওই এলাকা দিয়ে যাবে ট্রেন! বিপদ বুঝে একছুটে স্টেশনে গিয়ে একথা জানিয়েছিলেন কয়েকজন যুবক। তাতেই রক্ষা! রবিবার সকালে মালদার সামসিতে গ্রামবাসীদের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়াল হাটেবাজারে এক্সপ্রেস।
ভোরবেলা সামসি স্টেশন থেকে ২০০ মিটার দূরে আপ লাইনে ফাটল দেখতে পান কয়েকজন যুবক। সঙ্গে সঙ্গে তাঁরা স্টেশন মাষ্টারকে খবর দেন। সামসি স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় হাটেবাজারে এক্সপ্রেসকে।
ঘটনার খবর দেওয়া হয় রেলের আধিকারিকদের। দ্রুততার সঙ্গে শুরু হয় লাইন মেরামতির কাজ। ৪ ঘণ্টা পরে সকাল সাড়ে ৯টার সময় লাইন মেরামতি সম্পূর্ণ হলে রওনা দেয় হাটেবাজারে এক্সপ্রেস। কিন্তু, কেন রেললাইনে এতবড় ফাটল দেখা দিল? রক্ষণাবেক্ষণের অভাব? সবদিক খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।
ট্র্যাকম্যান দিয়ে রোজ পরীক্ষা করানোর কথা। হাতুড়ি নিয়ে ঘা মারতে মারতে। ফাঁপা শব্দ হলে পরীক্ষা করা হয় আলট্রাসনিক ফ্ল ডিটেক্টর দিয়ে। রেলের ওপর দিয়ে যন্ত্র নিয়ে যাওয়া হয়। রেল বোর্ডের নিয়ম অনুযায়ী গরম কালে ৩ মাস অন্তর, হাল্কা ঠান্ডায় ১ মাস অন্তর, গুরুত্বপূর্ণ ট্রেন গেলে এক সপ্তাহ অন্তর।
ভাঙা দেখে প্রাথমিক তদন্ত দেখে রেলকর্তাদের অনুমান, আগেই হয়েছে। কিন্তু চোখে পড়েনি। এখানেই প্রশ্ন লাইন পরীক্ষা ঠিকমতো হচ্ছে কি না। তদন্ত কমিটি তৈরি করে কারও গাফিলতি আছে কি না দেখা হচ্ছে।