খানাকুল ও ভবানীপাড়া: বুধবার সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে ভারতের ছিটকে যাওয়ার ধাক্কায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল হুগলির এক ব্যক্তির। অন্যদিকে, ওড়িশায় আত্মহত্যার চেষ্টা করেন আরেকজন।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, মহেন্দ্র সিংহ ধোনির রান আউট হওয়ার ধাক্কা সামলাতে না পেরে আচমকা হৃদরোগে আক্রান্ত হন হুগলির খানাকুলের বাসিন্দা শ্রীকান্ত মাইতি। পুলিশকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, খানাকুলের সিকন্দরপুরে একটি সাইকেল সারাইয়ের দোকান ছিল ৩৩ বছরের শ্রীকান্তর। দোকানে বসেই মোবাইলে খেলা দেখছিলেন তিনি। ধোনি রান আউট হতেই তিনি অচৈতন্য হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁরা দেখেন শ্রীকান্ত কাঁপতে কাঁপতে পড়ে গেলেন। খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
অন্যদিকে, ভারতের হারে বিষণ্ণ হয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওড়িশার কালাহান্ডি জেলার সিংভাড়ি গ্রামের বাসিন্দা ২৫ বছরের সম্বারু ভই। সংবাদসংস্থা সূত্রে খবর, বুধবার তিনি ম্যাচ দেখছিলেন। ভারতের জয় নিয়ে নিশ্চিত ছিলেন। এমনকী, এই নিয়ে দুই বন্ধুর সঙ্গে ঝগড়াও করে বসেন। ম্যাচ শেষে তিনি বেরিয়ে গিয়ে মাঠে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে দ্রুত ধর্মগড় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।
ধোনি আউট হতেই খানাকুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত ১, ভারতের হারে ওড়িশায় আত্মহত্যার চেষ্টা যুবকের
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jul 2019 09:22 PM (IST)
পুলিশকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, খানাকুলের সিকন্দরপুরে একটি সাইকেল সারাইয়ের দোকান ছিল ৩৩ বছরের শ্রীকান্তর। দোকানে বসেই মোবাইলে খেলা দেখছিলেন তিনি।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -