উত্তর ২৪ পরগনা: বরানগরে ক্রিকেটারের স্ত্রীর রহস্য-মৃত্যু। উদ্ধার ঝুলন্ত দেহ। বরানগরের একটি বহুতলে বছর চারেক ধরে থাকেন ক্রিকেটার একলাখ আহমেদ। সোমবার এখান থেকেই উদ্ধার হয় তাঁর স্ত্রী ২৪ বছর বয়সী পিঙ্কির দেহ। দেড় বছরের একটি ছেলে আছে তাঁদের।
পুলিশ সূত্রে খবর, একলাখের দাবি, এদিন সকালে অফিস থেকে ফিরে তিনি দেখেন স্ত্রীর দেহ ঝুলছে! ঘরে সেই সময় তাদের দেড় বছরের ছেলেও ছিল। একলাখ আহমেদ বা হাতি ফাস্ট বোলার। বাংলা রণজি দলের সদ্য ছিলেন। আইপিএলে নাইট রাইডার্সের প্রাথমিক স্কোয়াডেও ছিলেন একলাখ। গত মরশুমেও ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় একলাখকে আটক করেছে বরানগর থানার পুলিশ।
বরানগরের বহুতলে ক্রিকেটার একলাখ আহমেদের স্ত্রীর রহস্যমৃত্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Sep 2017 06:42 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -