ঝিলম করঞ্জাই , কলকাতা : বন্ধুদের সঙ্গে খেলার মাঝেই বিপত্তি। বৃহস্পতিবার বাড়ির কাছেই নদীর চরে বন্ধুদের সঙ্গে খেলছিল বছর তেরোর এক কিশোর। ধাক্কাধাক্কিতে হঠাৎই মাটিতে পড়ে যায় সে। আর সেই অবস্থায় ডানদিকের পাঁজরের নীচ থেকে ঢুকে যায় একটি ছুঁচলো বাঁশ।
আশঙ্কাজনক অবস্থায় শুক্রবার সকালে মালদা থেকে কলকাতায় আনা হয় কিশোরকে। ভর্তি করা হয় এসএসকেএমে। শুক্রবার রাত ৯টা নাগাদ জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করেন ট্রমা কেয়ারের সার্জারি বিভাগের ৬ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। প্রবল ঝুঁকির মাঝে করা যে বিরল অস্ত্রোপচারে মিলেছে সাফল্য।
এসএসকেএমের চিকিৎসক অভিমুন্য বসু বলেছেন, ৬ বোতল রক্ত লেগেছে অস্ত্রোপচারের মাঝে। তবে তা সফল। ছেলেটিকে ৩-৪ দিনের মধ্যেই বাড়ি পাঠানো যাবে। জেলার দুই হাসপাতাল ঘুরে ছেলেকে বাঁচাতে কলকাতায় ছুটে আসা পরিবার অস্ত্রোপচার সফল হওয়ায় আপাতত স্বস্তিতে। হাসিমুখে আপাতত অপেক্ষা ছেলেকে সুস্থ করে বাড়ি ফেরার।
পাঁজর ফুঁড়ে বাঁশের ফলা, এসএসকেএমে বিরল অস্ত্রোপচার, প্রাণ বাঁচল মালদার নাবালকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Oct 2020 10:18 PM (IST)
শুক্রবার রাত ৯টা নাগাদ জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করেন ট্রমা কেয়ারের সার্জারি বিভাগের ৬ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। প্রবল ঝুঁকির মাঝে করা যে বিরল অস্ত্রোপচারে মিলেছে সাফল্য।
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -