আশঙ্কাজনক অবস্থায় শুক্রবার সকালে মালদা থেকে কলকাতায় আনা হয় কিশোরকে। ভর্তি করা হয় এসএসকেএমে। শুক্রবার রাত ৯টা নাগাদ জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করেন ট্রমা কেয়ারের সার্জারি বিভাগের ৬ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। প্রবল ঝুঁকির মাঝে করা যে বিরল অস্ত্রোপচারে মিলেছে সাফল্য।
এসএসকেএমের চিকিৎসক অভিমুন্য বসু বলেছেন, ৬ বোতল রক্ত লেগেছে অস্ত্রোপচারের মাঝে। তবে তা সফল। ছেলেটিকে ৩-৪ দিনের মধ্যেই বাড়ি পাঠানো যাবে। জেলার দুই হাসপাতাল ঘুরে ছেলেকে বাঁচাতে কলকাতায় ছুটে আসা পরিবার অস্ত্রোপচার সফল হওয়ায় আপাতত স্বস্তিতে। হাসিমুখে আপাতত অপেক্ষা ছেলেকে সুস্থ করে বাড়ি ফেরার।