ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়েও বদল হয়নি পুরানো নোট, আত্মহত্যার চেষ্টা জন্মান্ধর
ABP Ananda, web desk | 14 Nov 2016 08:14 PM (IST)
দক্ষিণ ২৪ পরগনা: সঞ্চয়ের টাকা ভাঙাতে না পেরে আত্মহত্যার চেষ্টা জন্মান্ধ ব্যক্তির। দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ঘটনা। পুলিশ সূত্রে খবর, আজ সকালে বাড়িতে নিজের ঘরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন সন্তোষ পাত্র নামে বছর ৪৭-এর ওই ব্যক্তি। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে জয়নগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর কাছে ৩৭ হাজার টাকার পুরনো ৫০০ টাকার নোট আছে। সেই টাকা ভাঙানোর জন্য তিনি কয়েকদিন ব্যাঙ্কের লাইনেও দাঁড়ান। কিন্ত টাকা তুলতে পারেননি। এর জেরেই মানসিক অবসাদে ভুগছিলেন বলে খবর।