রানা দাস, পূর্ব বর্ধমান: করোনার (covid 19) কারণে পূর্ব বর্ধমানের কাটোয়া (katwa) পূর্বস্থলীর নীলমণি উচ্চবিদ্যালয়ের পর এবার পূর্বস্থলীর সাবিত্রী বালিকা বিদ্যালয় বন্ধের সিন্ধান্ত নিল প্রশাসন। ওই স্কুলের প্রধান শিক্ষিকা করোনা আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত। আজ থেকে বন্ধ করে দেওয়া হল স্কুল। পূর্বস্থলী বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন আপাতত দুটো স্কুল বন্ধ থাকবে। শনিবার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে কবে স্কুল খোলা হবে। পরপর দুটো স্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা করোনা আক্রান্ত হওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত ছাত্রছাত্রীরা। পূর্বস্থলী হাসপাতালের BMOH প্রশান্ত সরকার জানান, ঐ শিক্ষিকা গতকাল কোভিড টেস্ট করিয়েছিলেন আজ তার রিপোর্ট পজিটিভ আসে, ওনাকে হোম আইসোলেশন  রেখে চিকিৎসা করা হচ্ছে.।  স্কুলে আর কয়েকজন শিক্ষিকাও এদিন কোভিড টেস্ট করিয়েছেন তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।


নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন (Omicron) নিয়ে বিশ্বজোড়া উদ্বেগের মধ্যেই রাজ্যে (West Bengal) দৈনিক করোনা (Coronavirus) আক্রান্তর সংখ্যা গতকালের তুলনায় কিছুটা কমল। রাজ্যের স্বাস্থ্য দফতরের (WB Health and Family Welfare Department) শুক্রবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ৬০৮। গত একদিনে মৃতের সংখ্যা ১৩। দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও গতকালের তুলনায় মৃতের সংখ্যা বেড়েছে।


স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৬৫৭,মৃতের সংখ্যা ছিল ১২। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুয়ায়ী, রাজ্যে পজিটিভিটি রেট ১.৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৬১৫। সবমিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১৬ লক্ষ ১৮ হাজার ১৬। এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৫ লক্ষ ৯০ হাজার৮২৩। অতিমারী শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৯ হাজার ৫২৩।  বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৭০।


আরও পড়ুন: পুরভোটের আগে তমলুকে বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ একাধিক নেতার