মেষ
ব্যবসায় খুব ভাল ফল পাবেন। চাকরির দিকে সুযোগ মেলার সম্ভাবনা। ঠাণ্ডা লেগে কষ্ট বাড়তে পারে। বাড়িতে অতিথির জন্য খরচ বাড়তে পারে।
বৃষ
মানসিক অবসাদ বাড়তে পারে। সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। সংসারের অশান্তিতে মানসিক কষ্ট। ব্যবসার জন্য নতুন কোনও লোকের আগমন। প্রেমের ব্যাপারে বাড়িতে অশান্তি।
মিথুন
সাধু সঙ্গে মনের আনন্দ বাড়বে। ব্যবসার দিকে অশান্তি হতে পারে। ভোগবিলাসের জন্য ব্যয় বৃদ্ধি। বাড়িতে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে।
কর্কট
বন্ধুরা আপনার সরলতার সুযোগ নিতে পারে। নিজের কারণে অনেক ব্যয় বাড়তে পারে। সন্তানের জন্য মনে আনন্দ বৃদ্ধি। খেলাধুলোতে আজ ভাল সাফল্য মিলতে পারে।
সিংহ
অহেতুক বিবাদের জন্য কাজে ক্ষতি। সংসারে অপব্যয়ের জন্য বিবাদ। সমাজের কোনও কাজে সম্মান বাড়তে পারে। ব্যবসার দিকে ভাল খবর আসতে পারে।
কন্যা
আজকের দিনটি ভাল মন্দ মিশিয়ে যেতে পারে। মায়ের জন্য কোনও কষ্ট বৃদ্ধি। কোনও কাজে আজ একটু বাধা আসতে পারে। লটারিতে অর্থলাভ।
তুলা
বিলাসিতার খরচ বাড়তে পারে। মুখের কোনও অংশে যন্ত্রণা বৃদ্ধি। আয়ের দিকে একটু বাধা থাকলেও আয় হবে। বিবাহের ব্যাপারে আলোচনা। সন্তানের জন্য চিন্তা বাড়তে পারে।
বৃশ্চিক
ঈশ্বর ভক্তি বৃদ্ধি পাবে। আয়ের দিকে সাফল্য আসতে পারে। ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে। চাকরির স্থানে ভুলের মাসুল গুণতে হতে পারে। বিবাহিত জীবনে কোনও অশান্তি থেকে সাবধান।
ধনু
জুয়া খেলা থেকে সাবধান। গানবাজনা নিয়ে যাঁরা থাকেন তাঁদের জন্য ভাল খবর আসছে। বাড়তি খরচের জন্য মাথা গরম। প্রেমে কষ্ট বাড়তে পারে।
মকর
স্বপ্ন আজ পূরণ হতে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি। বাড়িতে বিবাদের জন্য বিরক্ত ভাব। ভ্রমণে খরচ বাড়তে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি।
কুম্ভ
পেটের সমস্যা বৃদ্ধি। কাজের প্রতি কিছুটা অনীহা আসতে পারে, ব্যবসার কারণে শত্রু বৃদ্ধি হলেও আয় ভাল হবে। বাড়িতে কোনও অতিথির জন্য চিন্তা বাড়তে পারে। স্ত্রীয়ের সঙ্গে বিবাদ বৃদ্ধি।
মীন
লজ্জার কারণে কোনও কাজ আটকে যেতে পারে। ধর্ম নিয়ে আগ্রহ বাড়তে পারে। ভ্রমণ নিয়ে চিন্তা। গুরুজনের জন্য বিপদ থেকে উদ্ধার, গঠনমূলক কাজে উন্নতি।