মেষ

আজ কোনও প্রকার অশান্তি থেকে সাবধান। অনেক দিনের পুরনো আশাপূর্ণ হতে পারে। চাকরিস্থলে দুর্নাম হতে পারে। স্বজনদের সঙ্গে মতবিরোধ।



বৃষ

আজ অপরের কোনও জিনিস পেতে পারেন। মনের অস্থিরতার জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। নতুন কোনও কর্মের জন্য দিনটি ভাল নয়। প্রেমের জন্য ব্যাকুল ভাব হতে পারে।




মিথুন

পাশের বাড়ির শত্রুতার জন্য বাড়িতে অশান্তি । আজ কোনও আশাপূর্ণ করতে বহু কষ্ট পেতে হবে। বেলার দিকে কিছু পরিবর্তন । বন্ধুর সঙ্গে একটু বুঝে চলুন, বিবাদ হতে পারে।




কর্কট

সকালের দিকে বাড়িতে কোনও আনন্দ সংবাদ আসতে পারে। চেষ্টা ও উদ্যমের জন্য সাফল্য লাভ হতে পারে। ব্যবসার জন্য কিছু বদনাম আসতে পারে। গুরুজনের শরীর নিয়ে চিন্তা।




সিংহ

অযথা অর্থ নষ্ট হতে পারে। নতুন কোনও কর্মের চেষ্টা। সাবধানে চলাফেরা করুন, আঘাত লাগতে পারে। ব্যবসায় আয় বাড়বে। শরীরের কোনও অংশে যন্ত্রণার জন্য কষ্ট লাভ।




কন্যা

ফাটকা ব্যবসায় কিছু অর্থ ক্ষতি হতে পারে। ভ্রমণের খুব ভাল যোগ আছে। পিতার সঙ্গে সম্পত্তি নিয়ে অশান্তি। পড়াশুনাতে মনোযোগের অভাব। বহুমুখী প্রতিভার বিকাশ পাবে।




তুলা

গুরুদেবের সঙ্গে শিক্ষার আলোচনা। ব্যবসায় শুভ পরিবর্তন। ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য খরচ। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়ার ব্যাপারে একটু সহজ হন। রক্তচাপ বাড়বে।




বৃশ্চিক

শিক্ষার ব্যপারে উন্নতি লাভ। বাড়িতে গুরুজনের কাছে অপমান। ভ্রমণের জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে। প্রেমের ব্যাপারে কিছু শুভ খবর। কুটিরশিল্প ব্যবসায় লাভ।




ধনু

সমাজে দুর্নাম হতে পারে। নতুন কাজে সাফল্য লাভ। আজ সকল ব্যাপারে একটু সাবধানে চলুন। কুচক্রী সহকর্মীদের সঙ্গে বিবাদ। অপরের কাজের জন্য সময় নষ্ট।




মকর

সকাল থেকে একটা আলস্যভাব কাজ করবে শরীরে। কোমরের নীচের অংশে আঘাত লাগতে পারে। পিতার শরীর নিয়ে একটু ভয় থাকবে। প্রেমের ক্ষেত্রে সমস্যার মেঘ দেখা দেবে।



কুম্ভ

আজ কাজকর্মে একটু বাধা আসতে পারে। প্রেমের ব্যাপারে ভাল ইঙ্গিত । কোনও না হওয়া কাজ নিয়ে ব্যস্ত হতে হবে। অর্থ চাপ বাড়বে। বিবাহ জীবনে একটু অশান্তি।



মীন

নতুন কোনও কাজের জন্য শুভ সূচনা হতে পারে। পরিবারে বিবাদ বাধতে পারে। কর্মের জন্য দূরে ভ্রমণ। সন্তানের মতিগতি নিয়ে চিন্তা। কোনও মহিলার জন্য বিপদে পড়তে পারেন।