উত্তর দিনাজপুর: দুই প্রতিবেশির মধ্যে বিবাদ। আর সেই বিবাদের মাসুল দিল বছর আটকের এক বালক। উত্তর দিনাজপুরের ডালখোলায় প্রতিবেশির ওপর রাগ মেটাতে তাঁর পুত্রকে খুন করার অভিযোগ উঠেছে এক মহিলার বিরুদ্ধে।
প্রতিবেশি দুই মহিলার বিবাদে প্রাণ গেল এক বালকের! এই মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলায়।
স্থানীয় সূত্রে খবর, ডালখোলার পালসা গ্রামের বাসিন্দা নাজিমা বেগম ও আনোয়ারি বেগমের বিবাদ দীর্ঘদিনের। মাস খানেক আগে নাজিমা বেগমের ছেলেকে খুন করার হুমকিও দেয় আনোয়ারি বেগম। শনিবার বাড়িতে একাই ছিল নাজিমা বেগমের আট বছরের ছেলে সামির আলম। অভিযোগ, সেই সুযোগে তাকে খুন করে আনোয়ারি বেগম।
বিকেলে বাড়ি ফিরে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান নাজিমা বেগম। খবর দেওয়া হয় ডালখোলা ফাঁড়িতে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।
কিন্তু, কী নিয়ে বিবাদ ছিল আনোয়ারি ও নাজিমার? যার জেরে খুন হতে হল নাজিমার ছেলেকে?
স্থানীয় সূত্রে খবর, মাস খানেক আগে আনোয়ারি বেগমের জামাই এলাকারই এক মহিলাকে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনা নিয়ে আনোয়ারিকে ব্যঙ্গ করেছিলেন নাজিমা। তা নিয়েই দু’জনের মধ্যে বিবাদের সূত্রপাত।
আনোয়াড়ি বেগমের বিরুদ্ধে ডালখোলা ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন নাজিমা। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক।
বিবাদের জেরে প্রতিবেশির ছেলেকে খুনের অভিযোগ উত্তর দিনাজপুরে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 May 2016 04:28 PM (IST)
NEXT
PREV
রাজ্য (states) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -