মেষ

ব্যবসায় নতুন উদ্যোগে বাঞ্ছনীয় লাভের আশা আছে। নানা দিক থেকে সুখবর আসতে পারে। প্রেমে ব্যর্থ হতে পারেন। মা বাবাকে নিয়ে স্বাস্থ্যকর স্থানে ভ্রমণ।



বৃষ

সারাদিন অতিরিক্ত পরিশ্রমের ফলে ব্যবহারে বিরক্তির প্রকাশ। সংসারে ভুল পদক্ষেপে অশান্তি। বাড়িতে অতিথি সমাগমে ব্যয় বৃদ্ধি। কুকুর বা অন্যান্য জীবজন্তু থেকে সাবধান।



মিথুন

সুযুক্তি বা ভাল কর্মের জন্য কর্মক্ষেত্রে সন্মান বৃদ্ধির শুভ যোগ। বন্ধুর জন্য অনেক দিন ধরে পড়ে থাকা কাজ উদ্ধার। বুকের যন্ত্রণায় ভোগান্তি হতে পারে। সাধু সন্ন্যাসীদের সঙ্গে মনে শান্তি।




কর্কট

ব্যবসায় নতুন কিছু না ভাবাই ভাল, ক্ষতির আশঙ্কা রয়েছে। বিষয় সম্পত্তি ফেরত পাওয়ার আশা রাখতে পারেন। তৃতীয় ব্যক্তির জন্য দাম্পত্য জীবনে বিরহ আসতে পারে। সন্তান ক্ষেত্র শুভ।




সিংহ

দূর দেশে ভ্রমণের সুযোগ আসতে পারে। প্রতিবেশীদের সঙ্গে আকস্মিক বিবাদ বেধে যেতে পারে। মাথা নিয়ে ভোগার আশঙ্কা। বন্ধুর সঙ্গে বিবাদ।




কন্যা

আগুন থেকে অতিরিক্ত সতর্ক থাকুন, চরম বিপদের আশঙ্কা। পারিবারিক ঝামেলায় মনে ক্লেশ। ভ্রমণের পরিকল্পনা করার উপযুক্ত সময়। কর্মচারীদের নিয়ে অশান্তি।




তুলা

নিজের বুদ্ধি ও বাকপটুতার ফলে শত্রুর মন জয়। গ্যাস জাতীয় দ্রব্যে বিপদের সম্ভাবনা। দামি উপহার পাওয়ার যোগ আছে। নিজেকে সংযত রাখুন।




বৃশ্চিক

কোনও পড়ে থাকা কাজ সেরে ফেলার পক্ষে অনুকূল সময়। কর্মক্ষেত্রে ভুল কাজের জন্য অনুশোচনা। চটজলদি কোনও সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়। বাড়িতে সময়ের অভাবে অশান্তি।




ধনু

শুভ কাজ সকালবেলায় সেরে ফেলুন, বেলায় সময় প্রতিকূল। কৃপণ স্বভাবের জন্য সংসারে মনোমালিন্য। সকলকে নিয়ে মানিয়ে চলার জন্য কর্মক্ষেত্রে প্রশংসা। গুরুজনের থেকে আশীর্বাদ প্রাপ্তি।




মকর

শিল্পীদের নতুন চেতনার উদয় হতে পারে। পুরনো রোগব্যাধি আবার ফিরে আসতে পারে। অতিরিক্ত রাগে কিছু ক্ষতির আশঙ্কা। কোনও বিষয়ে আজ আইনি সাহায্য নিতে হতে পারে।




কুম্ভ

বিদ্যার্থীদের যে কোনও পরীক্ষার ফল ভাল হওয়ার আশা। মায়ের কাছ থেকে অতিরিক্ত ভালবাসা বা সাহায্য পেতে পারেন। সাধুদের সেবায় মনে শান্তি লাভ। রক্তচাপে ভোগান্তি।




মীন

কর্ম ক্ষেত্রে সতর্ক না থাকলে ক্ষতি হতে পারে। স্বামী স্ত্রী খুব বুঝে চলুন, বিবাদের সংকেত। বাড়িতে অতিথি আগমনের যোগ আছে। ব্যবসার জন্য বাড়তি অর্থ বিনিয়োগ করতে পারেন।