মেষ
শিক্ষক শিক্ষিকাদের জন্য দিনটি বিশেষ উপযুক্ত। সংসারে হঠাৎ ঝামেলা আসতে পারে। বিদ্যার্থীরা নতুন সুযোগ পেতে পারেন। পুজো সংক্রান্ত কাজে অর্থ ব্যয়।
বৃষ
চাকরিজীবীদের জন্য কোনও আনন্দের খবর আসতে পারে। খুব বুঝে কথা বলুন, শত্রু বৃদ্ধির আশঙ্কা। ব্যবসায় মন না দিলে আর্থিক ক্ষতি। জীবজন্তুর কাছ থেকে সাবধান।
মিথুন
নিজ আগ্রহে ব্যবসা বাড়ানোর চেষ্টা। পুরনো অশান্তি মিটে গিয়ে সংসারে শান্তির উদয়। সন্তানদের কাজে সুখ বা আনন্দের প্রাপ্তি। মাথার যন্ত্রণায় ভোগান্তি হতে পারে।
কর্কট
কর্মস্থলে বদনাম বা সম্মানহানির যোগ। কোনও কারণে হঠাৎ দুঃখ পেতে পারেন। কীটপতঙ্গ থেকে দূরত্ব বজায় রাখুন। পিঠ অথবা পায়ের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন।
সিংহ
অপরের বুদ্ধি নিয়ে ব্যবসায় অবনতি বা আর্থিক ক্ষতি। ভুল বোঝাবুঝি নিয়ে দাম্পত্য জীবনে ক্লেশ। অতিরিক্ত রাগ না করাই ভাল। রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। দাঁতের পীড়ায় ভোগান্তি।
কন্যা
প্রেমে বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কোনও দ্রব্যপ্রাপ্তির যোগ রয়েছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল কোনও সিদ্ধান্ত আপনার ভাল সময়কে নষ্ট করতে পারে।
তুলা
বেকারদের জন্য দিনটি শুভ। চাকরির যোগাযোগ হতে পারে। বন্ধুর সহযোগিতা পেতে পারেন। অতিরিক্ত প্রলোভনে ক্ষতির আশঙ্কা। ভাল কাজের জন্য সন্তানদের কাছে প্রশংসা লাভ।
বৃশ্চিক
খুব নিকট কোনও আত্মীয়ের ব্যবহারে মন খারাপ হওয়ার সম্ভাবনা। বন্ধুর কাছ থেকে দূরত্ব বজায় রাখুন, মতবিরোধের সম্ভাবনা। সব জায়গায় ক্ষোভ প্রকাশ করবেন না। কম কথা বলুন।
ধনু
পরের উপকার করে সম্মান প্রাপ্তি। কর্মস্থলে চুপ করে থেকে নিজের কাজ হাসিল করাই শ্রেয়। মায়ের কাছ থেকে সম্পত্তি প্রাপ্তিযোগ। বায়ুপথে ভ্রমণে বাধা আসতে পারে।
মকর
রাস্তায় থাকার সময় অতিরিক্ত সাবধান থাকুন। নিজের ভুল কাজের জন্য নিন্দা পেতে পারেন। রাজনীতির কাজে উন্নতি হতে পারে। চোখ নিয়ে কষ্ট পাবেন।
কুম্ভ
অতিরিক্ত বিলাসিতায় আর্থিক ক্ষতি। ভাইবোনদের ব্যবহারে মনে ক্লেশ বৃদ্ধি পেতে পারে। সঙ্গীত শিল্পীদের পক্ষে দিনটি অনুকূল। চিকিৎসার কাজে আজ সারা দিন ব্যস্ত থাকতে পারেন।
মীন
ব্যবসায় শুভ যোগ দেখা যাচ্ছে, নতুন উদ্যোগ নিতে পারেন। বেশি কথা বলার জন্য সম্মানহানি। রত্নজাতীয় জিনিস প্রাপ্তি। নৃত্যশিল্পীরা নতুন সুযোগ পেতে পারেন।