মেষ
মনের চঞ্চলতার জন্য উচ্চ ব্যক্তির কাছে অপমানিত হতে হবে। যাঁরা ব্যবসা করেন তাঁদের জন্য সুনাম অপেক্ষা করছে। বিবাহিত জীবনে সুখের সময়। ভ্রমণে অর্থ ব্যয়।
বৃষ
সম্পত্তির ব্যাপারে উদ্বেগ বাড়তে পারে। পত্নীর কোনও কথার জন্য মনকষ্ট বাড়বে। বন্ধুর সঙ্গে ভ্রমণে আনন্দ, বুদ্ধির ভুলের জন্য সময় নষ্ট। মাথার যন্ত্রণা বৃদ্ধি।
মিথুন
দীর্ঘ বঞ্চনার পরে কাজের উন্নতি। কোনও বাজে সংবাদ আজ বাড়িতে আসতে পারে। ব্যবসার জটিলতার জন্য মানসিক চাপ বৃদ্ধি। শেয়ারে বা লটারিতে বড় ক্ষতি হতে সাবধান।
কর্কট
সমাজসেবায় কিছু দানের জন্য মনের শান্তি। লাগাম ছাড়া ক্রোধ জটিলতা আনতে পারে। কোনও মহিলার জন্য কিছু অর্থ ব্যয়। প্রেমের দিকে ভালবাসা বৃদ্ধি। রক্তচাপ বাড়তে পারে।
সিংহ
মনে অতিরিক্ত কামনা বাসা বাধতে পারে। চাকরিতে উন্নতির জন্য মনে আনন্দ। সম্পত্তি নিয়ে মামলার ফল ভাল হতে পারে। নতুন কোনও বন্ধুর সঙ্গে পরিচয়।
কন্যা
সারাদিন কাজের চাপে লোকের সঙ্গে কথা বলবার সময় পাবেন না। বাড়িতে শোকের ছায়া নামতে পারে। ব্যবসার বিষয় একটু ভাল। অপরের জন্য বাড়িতে অশান্তি।
তুলা
গানবাজনার প্রতি অনুরাগ বাড়তে পারে। দীর্ঘদিন আটকে থাকা কাজ হতে পারে। রাস্তায় বিপদে পড়ার যোগ। শেয়ারে কিছু লাভ বাড়তে পারে। বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি।
বৃশ্চিক
মনের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বিপদ। সন্তানের জন্য মানসিক কষ্ট বৃদ্ধি। কর্মে প্রচুর সন্মান বাড়তে পারে। গুরুজনের শরীর নিয়ে কিছু চিন্তা। স্ত্রীর জন্য মানসিক চাপ।
ধনু
স্নায়ু দুর্বলতার জেরে কাজে অালস্য আসতে পারে। গোপন শত্রু থেকে সাবধান। প্রেমে আনন্দ করবার সময়। আত্মীয়দের সঙ্গে বিবাদ। ব্যবসার জন্য ঋণ বাড়তে পারে।
মকর
রাজনীতির লোকেদের একটু ভয় কাজ করবে। কর্মস্থলে কোনও ভাল দায়িত্ব পালন করবার জন্য সুনাম বৃদ্ধি। সংসারে ঝগড়া মিটে গিয়ে আজ মিলনের দিন। বন্ধু বাড়তে পারে।
কুম্ভ
ব্যবসার অবনতিতে মনকষ্ট বৃদ্ধি। সঙ্গীতে সাফল্যের দরজা খুলতে পারে। শত্রু থেকে সাবধান, অভিজ্ঞ ব্যক্তির দ্বারা বিপদ থেকে মুক্তি। একাধিক পথে আয় বন্ধ।
মীন
কবি ও লেখকদের সুনাম বৃদ্ধি পাবে। পরিবারের দিক থেকে সুখের অনুভুতি। সমাজে সন্মান বাড়তে পারে। নিজের বুদ্ধির দ্বারা কর্মস্থলে বিপদ থেকে মুক্তি। কপট বন্ধু থেকে সাবধান।