মেষ
আজ এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হবে যাঁর জন্য আপনার উপকার হবে। উপস্থিত বুদ্ধির জোরে শত্রুনাশ। থাইরয়েড ভোগাতে পারে। লটারিতে বাজিমাত।
বৃষ
আজ কাউকে ভরসা করতে পারবেন না। উদারতা ও পরোপকারে সমাজে সন্মান বৃদ্ধি। মধুর ব্যবহারে প্রভাবিত করে কাজ উদ্ধার। বাতজাতীয় যন্ত্রণায় ভোগান্তি।
মিথুন
প্রতিবেশীকে উপকার করতে গিয়ে অপদস্থ হওয়ার ফলে অনুতাপ বাড়বে। ব্যবসার কাজে অন্যত্র যেতে হতে পারে। আজ অনেক জটিলতা কেটে যেতে পারে। সন্তানের কারণে মুখ উজ্জ্বল হবে।
কর্কট
প্রচুর বিলাসিতার কারণে অর্থ ব্যয় হতে পারে। বাড়িতে কোনও কাজ করা বা যানবাহন চড়ার সময় সতর্ক থাকুন। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি। ভ্রমণে না যাওয়াই শ্রেয়।
সিংহ
সারা দিন আপনার নানা অস্থিরতার মধ্যে দিয়ে কাটবে। অতিরিক্ত চিন্তায় রক্তচাপ বৃদ্ধি। আপনার বক্তব্য শ্রোতাদের মুগ্ধ করবে। মায়ের সঙ্গে বাকবিতণ্ডায় যাবেন না।
কন্যা
রাজনীতির যোগ ভাল থাকলেও বিতর্কে না যাওয়াই শ্রেয়। হঠাৎ সিদ্ধান্তে কর্মক্ষেত্রে গোলযোগের সম্ভাবনা। শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু উপহার প্রাপ্তি। বাড়িতে গুরুদেবের আগমন।
তুলা
অতিরিক্ত ভোগের আশা ক্ষতি ডেকে আনবে। জমি জাতীয় সম্পত্তি কেনা বেচার জন্য আজ শুভ দিন। সৃষ্টিমূলক কাজে নতুন প্রয়াস। বাড়ি নির্মাণের শুভ যোগ।
বৃশ্চিক
আজ সারা দিন শত্রুকে উঁচু ভাবাই বুদ্ধিমানের কাজ। কর্মচারীর ভুলে ব্যবসায় গোলযোগ হতে পারে। প্রতিবেশীর থেকে একটু দূরত্ব বজায় রাখুন। নেত্র পীড়া।
ধনু
আইনঘটিত সমস্যা হতে পারে। খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা একটু সাবধানে থাকুন। রাস্তায় অতিরিক্ত সতর্ক থাকুন। সন্তানদের সঙ্গে খুব বুঝে চলুন। ভ্রমণের সংকেত।
মকর
দেরিতে হলেও কাজের সমস্যা মিটে যেতে পারে। আজ সারা দিন শরীরে অসুস্থতা থাকবে। বন্ধুর সহায়তায় পারিবারিক কলহ দূর হওয়ার সম্ভাবনা। ভাইয়ের সঙ্গে বিরোধ।
কুম্ভ
স্বামী স্ত্রী কারও একজনের বেশি উপার্জনের সম্ভাবনা। প্রেমে চিড় ধরার আশঙ্কা। আজ সংসারে কারও উপদেশ নেবেন না। চিকিৎসকরা উচ্চ আকাঙ্খা রাখতে পারেন।
মীন
সহকর্মীর সঙ্গে বিবাদে কাজের ক্ষতি। অতিরিক্ত রাগের ফলে মুখ মিষ্টতা হারিয়ে ফেলবেন। প্রযুক্তিবিদদের জন্য শুভ সময়। কোমর বা হাঁটু নিয়ে ভোগান্তি হতে পারে।