মেষ
আজ সারদিন দুঃখের মধ্যে কাটবে। ব্যবসায় বিশেষ আলোচনা। ভাল কাজে ব্যয় হতে পারে। পরিবারের সকলের সঙ্গে মিলনের আনন্দ। বন্ধুর সাহায্যে বিপদ থেকে উদ্ধার।
বৃষ
আজ আইনি জটিলতা বাড়বে। বাইরের কোনও অশান্তি বাড়িতে আসতে পারে। কর্মস্থানে কোনও ভাল কাজের জন্য সুনাম বাড়তে পারে। পদোন্নতিতে আনন্দ বৃদ্ধি।
মিথুন
সংসারে অতি ব্যয়ের কারণে ঋণ গ্রহণ। প্রেমের জন্য বাড়তি চিন্তা হতে পারে। পড়াশোনার জন্য সুনাম বৃদ্ধি। সম্পত্তির কারণে বাড়িতে বিবাদ। গুরুজনের কথা না শোনার জন্য বিপদ।
কর্কট
প্রতিবেশীর সঙ্গে বিবাদের জন্য কাজে ক্ষতি। কোনও কাজের জন্য সমাজে সুনাম। ভাইবোনের কথা কাটাকাটি। দূরে কোথাও ভ্রমণের আলোচনা স্থগিত রাখাই ভাল।
সিংহ
গোপনাঙ্গের রোগ বাড়তে পারে। প্রেমে উপহার পেতে পারেন। ব্যবসায় খারাপ ফলের জন্য মনে কষ্ট বৃদ্ধি। বন্ধুকে বিপদে সাহায্য করতে হতে পারে।
কন্যা
কাজে বাধার সম্ভাবনা। স্বামী স্ত্রীর বিবাদে, মানসিক চাপ বৃদ্ধি। ব্যবসার ব্যাপারে সচেতনতা বাড়তে পারে। গঠনমূলক কাজে চিন্তা ও নতুন পরিকল্পনা।
তুলা
পরিশ্রমের জন্য শরীরে ক্লান্তি বৃদ্ধি। আজ ব্যবসায় আয়ের যোগ আছে। প্রতিবাদী মনোভাবের জন্য চাকরির স্থানে জটিলতা। একাধিক পথে আয় বাড়তে পারে।
বৃশ্চিক
ভুল কাজের জন্য মনে কষ্ট বাড়তে পারে। সমাজের কোনও কাজের জন্য সম্মান বৃদ্ধি। মহিলার জন্য ক্ষতি হতে পারে। গাড়ি চালকদের জন্য দিনটি খুব ভাল। বাড়িতে নতুন অতিথি আগমন।
ধনু
ধর্ম বিষয়ক তর্ক হতে পারে। মানসিক কোনও চাপের অনুভব। রোগের কারণে খরচ বৃদ্ধি। গুরুজনের সঙ্গে মতবিরোধ। ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে।
মকর
অর্থ নিয়ে কোনও প্রকার বিবাদ। শুভ কাজ থাকলে সেরে ফেলুন। প্রেমের ব্যাপারে অনুতাপ। নিজের প্রতিভার বিকাশ। শত্রুর জন্য কোনও কাজ নষ্ট হতে পারে।
কুম্ভ
দুশ্চিন্তার জন্য মনের চাপ বৃদ্ধি। ভাল কাজেও উপহাস জুটতে পারে। সমস্যার সমাধান হতে পারে। রোগ থেকে উদ্ধার পেতে পারেন।
মীন
তর্কসভায় জয়লাভ। ভ্রমণের জন্য কোনও প্রকার খরচ বাড়তে পারে। পিতার সঙ্গে কিছু নিয়ে আলোচনা। রাজনীতির লোকেদের জন্য ভাল খবর আসতে পারে। বিবাহের জন্য আলোচনা।