মেষ

সকাল থেকে প্রতিবেশীর সঙ্গে বিশেষ আলোচনায় মেতে থাকবেন। শুভ কাজের জন্য দিনটি খুব ভাল। একটু সংযমী হওয়ার চেষ্টা করুন। বন্ধুর সঙ্গে আজ তর্ক করবেন না।



বৃষ

অপমান থেকে সাবধান। আয়ের দিক দিয়ে দিনটি খুব ভাল। অতিরিক্ত রাগের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। ব্যবসার দিকে কোনও লোকের উপকার পেতে পারেন।




মিথুন

বাতের যন্ত্রণায় কষ্ট পেতে হবে। আজ কোনও ভাল লোকের সঙ্গে পরিচয়ে উপকার হতে পারে। অর্থের ব্যাপারে ভাল যোগাযোগ। বিবাহ নিয়ে আলোচনা। বাড়ির লোকের সঙ্গে বুঝে কথা বলুন।




কর্কট

ব্যবসায় উন্নতির যোগ। মনের দিক দিয়ে আজ ভাল থাকবেন। তবে শত্রুর কারণে ভয় লাগতে পারে। চাকরির স্থানে একটু বিবাদ। কোনও মহিলার জন্য বাড়িতে অশান্তি।




সিংহ

আজ অপরের ভালবাসা পাবেন প্রচুর। ব্যবসার দিকে ভাল ও সঞ্চয় বৃদ্ধি। প্রেমের ব্যাপারে একটু চিন্তা বাড়তে পারে। গুরুজনের জন্য খরচ বাড়তে পারে। পড়াশোনার ব্যাপারে যোগাযোগ।




কন্যা

ব্যবসার স্থানে অতিরিক্ত রাগ থেকে সাবধান। তবে নতুন কোনও ব্যবসার ব্যাপারে যোগাযোগ আসতে পারে। প্রতিযোগিতায় জয় লাভ আশা করা য়ায়। প্রতিবেশীর সঙ্গে কোনও অশান্তি বাড়তে পারে।




তুলা

আজ কোনও উপহার পেতে পারেন। শিল্পীদের জন্য ভাল খবর আসছে। মনের মত লোকের সঙ্গে সারাদিন থাকার জন্য আনন্দ। অপরের খারাপ ব্যবহারের জন্য মনে কষ্ট।




বৃশ্চিক

অনেক দিনের কোনও আশা পূরণ হতে পারে। সামাজিক কোনও কাজে দান করে মানসিক শান্তি। সন্তানের ব্যাপারে চিন্তা বাড়তে পারে। বাড়িতে কোনও নতুন লোকের আগমন।




ধনু

আজ সারাদিন খুব চিন্তায় কাটবে। ব্যবসার দিকে ভাল লাভের আশা করা যায়। কোনও পড়ে থাকা কাজ আজ হওয়ার যোগ আছে। প্রেমের ব্যাপারে একটু সাবধান থাকুন।




মকর

আজ দিনটি খুব ভাল বলা যাবে না। শরীরের জন্য কাজের ক্ষতি হতে পারে। চিন্তা থাকতে পারে। ব্যবসার দিকে দিনটি ভাল হবে না।




কুম্ভ

একটু সাবধান থাকুন, রক্তপাতের যোগ আছে। ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য কাজে অপমান। গবেষণাতে জয়ের আশা। আইনি কাজে জটিলতা। প্রেমে বাধা।




মীন

সকাল থেকে শরীর খুব ভাল থাকবে না। বাড়িতে কারও জন্য বিবাদ হতে পারে। কোনও হানিকারক কাজ আজ আপনার হাতে হতে পারে। স্ত্রীর জন্য মন খারাপ। পিতার সঙ্গে কোনও আলোচনা।