মেষ
আলসে ভাব থাকতে পারে। কাজের স্থানে আগুন থেকে সাবধান। ব্যবসার ক্ষেত্রে শুভ।
বৃষ
শত্রুর কারণে মনে ক্ষোভ বাড়তে পারে। বিতর্কে জয়লাভ। ব্যবসার স্থানে কোনও মহিলা দ্বারা বিপদ থেকে মুক্তি। বাড়িতে কোনও নতুন অতিথি আসতে পারে।
মিথুন
কর্মস্থানে কোনও বাধার যোগ আছে। অপরের উপকার করে সমাজে সুনাম বাড়তে পারে। বন্ধুদের সঙ্গলাভে আনন্দ। পিতার সঙ্গে আলোচনা।
কর্কট
সারাদিন কোনও ব্যক্তির কাছ থেকে অত্যাচারিত হতে পারেন। কর্মস্থানে বদলির সম্ভাবনা। সংসারের ব্যয় বাড়তে পারে। সন্তানের ব্যাপারে কোনও বাড়তি খরচ। শারীরিক চাপ বৃদ্ধি।
সিংহ
আজ দরকারি কাজগুলো সেরে ফেলুন। কর্মস্থানে কোনও নতুন যোগাযোগ আসতে পারে। শত্রুর জন্য মানসিক অশান্তি বাড়তে পারে। কোনও সমস্যা সমাধানের জন্য গুরুজনের সাহায্যলাভ।
কন্যা
সুরক্ষা ব্যবস্থার জন্য আলোচনা। বাড়িতে কোনও অতিথির জন্য খরচ বাড়তে পারে। শরীর খারাপের জন্য কাজের ক্ষতি। সন্তানের সঙ্গে দরকারি কাজের ব্যবস্থা। ব্যবসায় সুখবর।
তুলা
নতুন কোনও কাজের ব্যপারে মনে একটু ভয় ভাব আসতে পারে। উচ্চব্যক্তির সঙ্গে কোনও বিষয়ে আলোচনা। আর্থিক অবস্থা ভাল যাবে না। স্ত্রীর কারণে বিবাদ।
বৃশ্চিক
বাড়িতে কোনও খারাপ খবর আসতে পারে। গাড়িচালকদের জন্য ভাল সময়। ব্যবসায় আয় বৃদ্ধি। বেকারদের কাজের সুযোগ আসতে পারে। সম্পত্তি নিয়ে কোনও বিশেষ আলোচনা।
ধনু
অতিরিক্ত ব্যয়ের কারণে মাথাগরম। রক্তপাতের যোগ আছে, একটু সাবধান থাকুন। প্রিয় ব্যক্তি সঙ্গে থাকার জন্য মনের আনন্দ। ব্যবসায় আয় বৃদ্ধি। বন্ধু ভাগ্য ভাল হবে।
মকর
অশান্তির জন্য সারা দিন মন খারাপ থাকবে। কোনও কাজে বাধা আসতে পারে। প্রেমের জন্য মানসিক চাপ বৃদ্ধি। একটু সাবধানে চলাফেরা করা দরকার। পুজোপাঠে মনের শান্তি।
কুম্ভ
বীরত্ব প্রকাশ করতে গিয়ে বিপদ আসতে পারে। ব্যবসার দিকে খুব ভাল সাফল্য আসতে পারে। তবে কোনও কারণে আর্থিক ক্ষতি হতে পারে। শত্রুর বিষয়ে একটু সাবধান থাকুন।
মীন
কোমরের যন্ত্রণা বৃদ্ধি। ব্যবসায় বিনিয়োগ বাড়াতে পারেন। কোনও পাওনা প্রাপ্তি হতে পারে। পড়াশোনার জন্য বিদেশ ভ্রমণ। গুরুজনের জন্য বাড়তি খরচ বৃদ্ধি। চিকিৎসকের সঙ্গে বিশেষ আলোচনা।