মেষ
কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য সংসারে অবহেলা বা অশান্তি। নিম্নস্তরের বিদ্যার্থীদের ক্ষেত্রে দিনটি খুব শুভ। আজ বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে। মা বা বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে।
বৃষ
আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। অর্থভাগ্য ভাল হলেও পরিশ্রম হবে প্রচুর। প্রেম-ভালবাসায় সফলতা আসবে। কুটীর শিল্পের সঙ্গে যুক্তদের অগ্রগতি।
মিথুন
আজ আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। বাড়তি উপার্জনের সম্ভাবনা রয়েছে। মানসিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ায় রক্তচাপ বৃদ্ধি। বন্ধু বিচ্ছেদ।
কর্কট
আজ ছোট-বড় কোনও মিথ্যার আশ্রয় নিলে বিপদে পড়তে পারেন। উচ্চ থেকে উচ্চতর বিদ্যায় সফলতা লাভ। আজ কাউকে আশ্রয় দিয়ে মনে শান্তির উদয়। নতুন কোনও যোগাযোগে বাধা।
সিংহ
আজ আপনার চোখের সামনে অপ্রীতিকর ঘটনা দেখেও চুপ করে থাকতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য হতে পারে। নতুন গৃহনির্মাণের প্রস্তাব সফল হতে পারে। নিজের শরীর নিয়ে চিন্তা।
কন্যা
আজ আপনি কিছু আশ্চর্য হবেন। কারও কথায় আহত হওয়ার সম্ভাবনা আছে। পরীক্ষায় সাফল্যের জন্য অধিক পরিশ্রম প্রয়োজন। অপরকে সাহায্য করতে গিয়ে নিজের আর্থিক ক্ষতি।
তুলা
অনেক দিনের পুরনো পরীক্ষার্থীদের চাকরির যোগাযোগ আসতে পারে। সন্তানের জন্য সংসারে শান্তির উদয়। মা বাবার শরীর নিয়ে চিন্তা থাকলে সেটা মিটে যাবে। শেয়ারে লাভের আশা।
বৃশ্চিক
আজ সারাদিন কাজে চাপ থাকলেও সহকর্মীর সাহায্য পাবেন। ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে পারে। প্রেমে কোনও কারণে তিক্ততা আসতে পারে, বিশেষ নজর প্রয়োজন। ফাটকা প্রাপ্তির যোগ আছে।
ধনু
আজ বিশেষ কোনও জায়গায় আপনার গুণের কদর হতে পারে। কর্মের থেকে প্রেম-প্রীতিতে আগ্রহ বেশি থাকবে। ভাল কোনও জায়গায় ভ্রমণের প্রস্তাব আসতে পারে। পিতা মাতার দিকে বিশেষ নজর।
মকর
আজ নতুন কিছু করার আগে অনেকবার ভেবে দেখবেন। গৃহের কোনও শুভ অনুষ্ঠানের জন্য অর্থ খরচ। আপনার আশা অনুযায়ী ব্যবসায় লাভ নাও হতে পারে। উচ্চ বিদ্যার্থীদের শুভ যোগ।
কুম্ভ
প্রেম-ভালবাসার বিষয়ে একটু চিন্তা করে এগনো উচিত। বিষয়সম্পত্তি নিয়ে একটু চিন্তায় পড়তে হতে পারে। নতুন বন্ধুর যোগ আছে। সন্তানদের থেকে অসন্তোষজনক ব্যবহার পেতে পারেন।
মীন
আজ কর্মস্থানে কোনও কারণে বিপন্ন অবস্থা সৃষ্টি হতে পারে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রচুর বাধা আসতে পারে। যে কোনও শিল্পীর ক্ষেত্রে দিনটি খুব শুভ। স্বামী-স্ত্রীর সুসম্পর্ক বজায় থাকবে।