মেষ
প্রতিবেশীর কাছে আজ খুব প্রিয় হবেন । লেখকদের জন্য দিনটি খুব ভাল । নতুন কোনও বন্ধুর সাহায্য পেতে পারেন, ব্যবসার দিকে শুভ কিছু ঘটতে পারে ।
বৃষ
রাজনীতির লোকেদের জন্য দিনটি খুব ভাল হবে না । আজ সাধুসঙ্গে থাকতে পারবেন । নিজেদের কোনও লোক শত্রুতা করতে পারে । বাড়িতে কোনও অতিথি আসার যোগ ।
মিথুন
আজ কোনও কারণে কিছু অর্থ হাতে আসতে পারে । উচ্চ ব্যক্তির ভাল সাহায্য পাবেন আজ । ব্যবসার দিকে কোনও বাধার জন্য মাথা গরম । পিতার সঙ্গে বিশেষ আলোচনা ।
কর্কট
নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে । উপর থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে । বাইরের কোনও বিবাদ বাড়িতে আসতে পারে । পেটের যন্ত্রণা বাড়তে পারে ।
সিংহ
আজ কোনও কাজে বিপদের ঝুঁকি থাকতে পারে । মাথায় চোট লাগতে পারে । প্রেমে হতাশা । আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি । বন্ধুমহলে বিবাদ ।
কন্যা
আজ সকালে যে কোনও দিকে বাজে কিছু ঘটতে পারে । ধর্মীয় ব্যাপারে খরচ হতে পারে । ব্যবসার দিকে ভাল কিছু আশা করতে পারেন । স্ত্রী নিয়ে চিন্তা ।
তুলা
একটু অপেক্ষা করুন, ভাল সময় আসছে । শরীরের দিকে কোনও কষ্ট আজ পেতে পারেন । ব্যবসার দিকে শুভ পরিবর্তন । বাড়তি খরচের জন্য চিন্তাবৃদ্ধি ।
বৃশ্চিক
আজ কোনও প্রিয়জনের উপর ঘৃণা আসতে পারে । অনেকদিনের কোনও আশা করা বস্তু লাভ হতে পারে । অার্থিক ব্যাপারে ভাল চাপ থাকবে । প্রেমে আনন্দ বৃদ্ধি ।
ধনু
শারীরিক কোনও কষ্ট অবহেলা করবেন না । অভিনেতাদের জন্য ভাল সময় । বিবাহিত জীবন সুখের ভিতর দিয়ে যেতে পারে । ব্যবসার দিকে একটু বাধা । নতুন কোনও কাজের যোগাযোগ।
মকর
আজ কর্মস্থানে আপনার নিন্দা হতে পারে । কোনও বিবাদের জন্য ক্ষতি হতে পারে । শরীরের কোনও অংশে ব্যথা বৃদ্ধি । ব্যবসায় ভাল ফলের আশা করতে পারেন ।
কুম্ভ
আজ অপরের ভালবাসা পেতে পারেন । সাংবাদিকদের জন্য ভাল সময় । কোনও বাইরের বিবাদ বাড়িতে আসতে পারে । ব্যবসার ব্যাপারে চিন্তা । রক্তচাপ বৃদ্ধি ।
মীন
আজ সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে । পিতার সম্পত্তি লাভ হতে পারে । স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চিন্তা । অপরের শরীর খারাপের কারণে খরচ বাড়তে পারে । জ্যোতিষ শ্রী জয়দেব