মেষ
আজ রূপচর্চার দিকে আগ্রহ বাড়তে পারে। ব্যবসার দিকে বাধা আসতে পারে। ধর্মের ব্যাপারে আগ্রহ বৃদ্ধি। বাড়িতে কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদে মনে কষ্ট, অর্থচাপ থাকবে।
বৃষ
প্রতিযোগিতায় জয়লাভের চেষ্টা। বাড়ির সকলে মিলে ভ্রমণে আনন্দ। আজ কোনও কাজের জন্য মানসিক শান্তি বৃদ্ধি। ব্যবসায় কিছু নতুন আরম্ভ।
মিথুন
আজ সকালের দিকে মাথায় দুশ্চিন্তা আসতে পারে। প্রেমের ব্যাপারে ভাল যোগাযোগ। দুপুরের পরে সাধুসঙ্গ লাভে মনে আনন্দ। ব্যবসার দিকে চাপ বৃদ্ধি।
কর্কট
হাতে কোনও আঘাত লাগতে পারে। কোনও কাজের জন্য আজ প্রচুর চেষ্টা করতে হবে। পিতার সাহায্য লাভে উপকার। পড়াশোনার জন্য ভাল সুযোগ।
সিংহ
বাড়িতে কোনও ভাল সংবাদ আসতে পারে। কোনও ভুলের জন্য উচ্চ ব্যক্তির কাছে অপমান। বিবাহের ব্যাপারে আলোচনা। ব্যবসায় খরচ বৃদ্ধি।
কন্যা
কোনও কারণে আজ মনে ভয় বাড়তে পারে। অতিরিক্ত উদারতার জন্য কাজের ক্ষতি হতে পারে। ঋণ শোধ করার জন্য অর্থ চিন্তা। প্রেমে বিবাদ।
তুলা
আজ সাবধানে থাকুন, অপমানিত হতে পারেন। ব্যবসার দিকে শুভ কিছু হওয়ার সম্ভাবনা। সঙ্গীতচর্চা থেকে মনের আনন্দ। আইনি কাজের জন্য দিনটি ভাল হবে না।
বৃশ্চিক
আজ একটু খুশি থাকবেন। ব্যবসার দিকে কোনও শুভ আলোচনা। বাইরে একটু সাবধানে থাকবেন। চাকরির স্থানে চিন্তার কিছু ঘটতে পারে।
ধনু
কাজের দিকে চাপ বাড়তে পারে। কোনও উপহার পাওয়ায় মনে আনন্দ। পরিবারের উন্নতির জন্য চেষ্টা। ব্যবসার দিকে চাপ বাড়তে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা।
মকর
কোনও কাজে বিফল হওয়ায় শোক। নিজের দম্ভের জন্য বিপদ। দুপুরের পরে কোনও শুভ যোগাযোগ আসতে পারে। স্ত্রীর কারণে চিন্তা বৃদ্ধি।
কুম্ভ
বাড়ির কোনও বিবাদ অনেক দূর যেতে পারে। তবে আজ কোনও পুরনো আশা মিটতে পারে। কৃষিতে সাফল্য লাভ। বাড়তি খরচের ফলে চিন্তা।
মীন
আজ ভ্রমণের যোগ আসতে পারে। মানসিক কষ্ট বৃদ্ধি। অতিরিক্ত কাজের চাপ বাড়তে পারে। ব্যবসায় চিন্তা বৃদ্ধি। অার্থিক কারণে চাপ বৃদ্ধি। জ্যোতিষ শ্রী জয়দেব