মেষ

আজ একটু বাধার সামনে পড়তে হবে । আপনার ব্যবহার খারাপ হতে পারে । ভাল কাজে অর্থ ব্যয় হতে পারে । ব্যবসায় কোনও চাপ আসতে পারে ।



বৃষ

বাড়িতে আজ একটু উৎপাত বাড়তে পারে । বিবাহিত জীবনে সুখের খবর আসতে পারে । কাজের ব্যাপারে উৎসাহ বাড়তে পারে । পেটের সমস্যা বাড়তে পারে । অর্থ চাপ বৃদ্ধি ।




মিথুন

আজ কাজের আনন্দ বাড়তে পারে । ভাই-ভাই বিবাদ বাধাতে পারে, জীবাণু থেকে সাবধান থাকুন । বাড়িতে সকলে মিলে ভ্রমণের আনন্দ বৃদ্ধি ।




কর্কট

ব্যবসার দিকে লাভ বাড়তে পারে । কোনও ক্ষতির সম্ভাবনা আছে আজ । সংসারে ছোট কারণে রাগ বাড়তে পারে । চাকরির স্থানে কোনও বিবাদ মিটে যেতে পারে ।




সিংহ

কাজের ব্যাপারে চিন্তা বাড়তে পারে । উটকো অশান্তি থেকে সাবধান । কোনও বন্ধুর জন্য অন্য বন্ধুর সঙ্গে বিবাদ । সম্পত্তির ব্যাপারে আলোচনা । ব্যবসার দিকে চাপ ।




কন্যা

আজ কোনও জটিল সমস্যার সমাধান হতে পারে । স্ত্রীর কারনে মন কষ্ট বৃদ্ধি । শরীরে কোনও অংশে যন্ত্রণা বাড়তে পারে । ব্যবসায়িক চিন্তা আজ মাথা খারাপ করবে ।




তুলা

ব্যবসার দিকে কোনও শুভ খবর আসার সম্ভাবনা । পড়াশোনায় নিরাশা আসাতে পারে । কোনও বিবাদ আজ পুলিশ পর্যন্ত যেতে পারে । প্রতিবেশীর সঙ্গে বিবাদ ।




বৃশ্চিক

কাছে কোনও স্থানে ভ্রমণ হতে পারে । কোনও কাজে  ভুলভাবে চেষ্টা । ব্যবসার দিকে লাভ বৃদ্ধি । বাড়তি খরচের জন্য চিন্তা । নেশায় আসক্তি । পিতার সঙ্গে বিবাদ ।




ধনু

নিজের বুদ্ধির জোরে শত্রুকে পরাজয় । অপরের ভালবাসা পাবেন আজ । সন্তানের বিবাহে খরচ । বাড়িতে অনেক আত্মীয় আসতে পারে । মাথার যন্ত্রণা বাড়তে পারে ।




মকর

ব্যবসার দিকে লাভ বাড়তে পারে । বিবাহ জীবনে কোনও অশান্তি । ভাগ্য উন্নতির দিকে সাহায্য লাভ । আইনি কোনও কাজের জন্য দিনটি ভাল হবে না । শরীরে কোনও চাপ ।




কুম্ভ

প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ । অপরের উপকার করে মনের শান্তি পাবেন । বাইরে ভ্রমণের জন্য খরচ বাড়তে পারে । পেটের সমস্যা বৃদ্ধি । ব্যবসার দিকে চিন্তা ।




মীন

নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি । অর্থ নষ্ট হতে পারে । কাজের দিকে কোনও উন্নতি । আইনি কাজে সাহায্য লাভ । রক্তপাত থেকে সাবধান থাকুন । জ্যোতিষ শ্রী জয়দেব