পুরুলিয়া: কী কাজ করতে হবে, কত দিনের মধ্যে করতে হবে, তার স্পষ্ট নির্দেশিকা ছিল। অভিযোগ, কাজের কাজ কিছুই হয়নি। তাই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মাঝ পথেই বৈঠক ছাড়লেন। বলে গেলেন, স্যরি, আমি বলতে বাধ্য হচ্ছি, কোনও কাজ হয়নি। সেই জন্য আমি বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছি। বুধবার ছিল পুরুলিয়ার জেলা প্রশাসনিক বৈঠক। বিকেল সোয়া ৫টায় বৈঠক শুরু হয়। পৌনে ৬টায় বৈঠক ছেড়ে বেড়িয়ে যান মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকের শুরুতেই দফতর ধরে ধরে কাজের হিসেব চান মুখ্যমন্ত্রী। দেখা যায়. অধিকাংশ দফতরের কাজই প্রত্যাশামতো হয়নি। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। কোনওভাবেই কাজে গাফিলতি বরদাস্ত করা হবে না বলে বৈঠক ছেড়ে বেড়িয়ে আসেন তিনি।
কর্তাদের কাজে 'গাফিলতি', মাঝপথেই জেলা প্রশাসনিক বৈঠক ছাড়লেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Apr 2017 09:01 PM (IST)